চাঁদপুর সদর উপজেলার দক্ষিণ ব্রাহ্মণসাখুয়া গ্রামে মাদকসেবীর হামলায় এক গৃহবধূ গুরুতর আহত হয়েছে। গত শনিবার বিকেল ৫টার দিকে স্থানীয় খন্দকার বাড়িতে হামলার এ ঘটনাটি ঘটে। আশঙ্কাজনক অবস্থায় ওই নারীকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপালে ভর্তি করা হয়। তার বাম পা ভেঙ্গে দেয়া হয়েছে।
হামলার শিকার লাভলী আকতার (৩২) খন্দকার বাড়ির স্থানীয় কৃষক নিরীহ মাসুদ খন্দকারের স্ত্রী।
লাভলী আক্তারের স্বামী মাসুদ খন্দকার জানান, বালিয়ার আবু ছাইদ গাজীর বখাটে ছেলে মাহবুব আলম বাবু চিহ্নিত ইয়াবাসেবী। মাদক সেবনে বাধা দেয়ায় সে লাঠি নিয়ে আমাদের স্বামী-স্ত্রীর উপর হামলা করে এবং আমার স্ত্রীর পা ভেঙ্গে দিয়েছে। ঘটনাটি স্থানীয় মনির মেম্বারকে জানানো হয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত মহিলাকে উন্নত চিকিৎসার জন্যে ঢাকা রেফার করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা যায়।