প্রতিনিধি
চাঁদপুরের হাজীগঞ্জে মাদক সেবন ও বহনের দায়ে সুমন মৃধা (২৫) নামের এক যুবককে এক বছর বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। আজ বুধবার দুপুর ২টার দিকে তাকে এ সাজা দেয়া হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মিনহাজুর রহমান।
সুমন হাজীগঞ্জ পৌরসভাধীন টোরাগর এলাকার জয়নাল আবেদীনের ছেলে।
এসআই হাবিবুর রহমান হাবিব জানান, মঙ্গলবার রাতে হাজীগঞ্জ পাইলট স্কুল এন্ড কলেজের সামনে মাদক সেবন করছিল সুমন। তাকে আটক করে দেহ তল্লাশি করা হলে সাথে আরো ১০ গ্রাম গাঁজাও পাওয়া যায়। পরে বুধবার দুপুরে তাকে ভ্রাম্যমান আদালতে সাজা দেয়া হয়।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।