চাঁদপুরে ইয়াবা সেবনে মেতে উঠেছে যুবক-যুবতী ও উঠতি বয়সী তরুণ-তরুণীরা। সন্ধ্যা শেষে রাত নেমে এলেই শহরের প্রতিটি অলি গলিতে উঠতি বয়সের যুব সমাজের ব্যাপক তৎপরতা দেখা যায়। কি যেন এক ব্যস্ততা তাদের তাড়া করে বেড়াচ্ছে। এ শ্রেণির যুবকরা উচ্চ শব্দ ও নিয়ন্ত্রনহীন মোটর সাইকেলে একের পর এক আনাগোনা চালাতে থাকে। বিভিন্ন গোপন তথ্য থেকে পাওয়া যায় এসব উঠতি বয়সের যুবক-যুবতী, তরুন-তরুণীরা মরন নেশা ইয়াবায় আক্রান্ত হয়ে পড়েছে। প্রায় প্রতিটি যুব সমাজের কাছে পৌছে গেছে মরন নেশা ইয়াবা, গাজা, হিরোইন, ফেন্সিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য। অতি সহজলভ্য এ মাদক সেবনের অর্থ যোগাতে তারা যে কোন অপরাধ করতে দ্বিধাবোধ করেনি। অভিভাবকরা তাদেরকে শত বাধ্যবাধকতার মধ্যে রেখেও ফেরাতে পারেনি মরন নেশা ইয়াবা নামক ভাইরাস জ্বর থেকে। মহামারির মতো ছড়িয়ে পড়া ইয়াবার ধ্বংস থেকে চাঁদপুরের যুব সমাজকে রক্ষার জন্য জেলা প্রশাসন, পুলিশ সুপার, রাজনৈতিক প্রতিনিধিদের কাছে সহযোগিতা কামনা করেছেন চাঁদপুরের প্রায় ২৫ লাখ মানুষ। খোজ নিয়ে জানা যায়, বিভিন্ন স্কুল-কলেজে পড়–য়া ছাত্র-ছাত্রীরা ইয়াবা সেবনে অভ্যস্ত হয়ে পড়ছে। প্রতিনিয়ত এ মহামারি আরো মারাত্মক আকার ধারণ করছে। জেলার প্রায় প্রতিটি উপজেলার গ্রামগঞ্জের অলি গলিতে পৌঁছে গেছে ইয়াবা। এক শ্রেণির অসাধু নেতারা এসব নেশাদ্রব্য সেবন ও বিক্রির নেপথ্যে সক্রিয়ভাবে কাজ করছে। এছাড়াও ইয়াবা চালানো রিক্সাওয়ালা, অটোবাইক, সিএনজি চালক, হিজরা সম্প্রদায় মহল্লার টং দোকানিদের নেপথ্যে সহযোগিতা রয়েছে। অনেক উঠতি বয়সের যুবক শ্রেণি ইয়াবা ব্যবসায় রাতারাতি লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টায় অব্যাহত রয়েছে। এসব মাদক ব্যবসার টাকা নিয়ে মাঝে মধ্যে নিজেদের মধ্যে ঘটছে হামলা ও মারামারির ঘটনা। মাদকের কারনে চাঁদপুরের বিভিন্ন স্থানে প্রান হারিয়েছে বেশ কয়েকজন যুবক। যারা বিভিন্ন মহলের সাথে যোগসাজশে চালিয়ে যাচ্ছে তাদের ধ্বংসাত্মক কার্যক্রম। তাদের সিন্ডিকেট চক্র অত্যন্ত শক্তিশালী। সূত্র থেকে জানা যায়, চাঁদপুর শহরের কয়েকটি চিহ্নিত স্থানে প্রতিনিয়তই ইয়াবা বিক্রির উৎসব চলে। এসব স্থানে দিনের বেলায় ইয়াবাসেবীদের আনাগোনা কম থাকলেও সন্ধ্যার পর থেকেই দেখা যায়, যুব শ্রেণির দৌরাত্ম। যে কোন উপায়ে এটি পাওয়ার জন্য ইয়াবা সেবীরা পাগল হয়ে উঠে। শহরের এসব চিহ্নিত স্থানগুলোর মধ্যে যেসব স্থানগুলোতে সন্ধ্যার পর যুবক শ্রেণির হাট বসে তার মধ্যে রয়েছে। স্টেডিয়াম রোড আবুলের দোকানের মোড়, বিটি রোড, জিটি রোড, কোর্ট সংলগ্ন সড়ক, চৌধুরী কবরস্থানের মোড়, পশ্চিম বিষ্ণুদী গাজী বাড়ির সামনে, হাজী মহসিন রোড, চাঁদপুর পৌর বিপনীবাগ মার্কেট, ছায়াবানী মোড়, গাছতলা ব্রীজ, বড় স্টেশন, জামতলা, নিশিবিল্ডিং সংলগ্ন, বঙ্গবন্ধু সড়ক, মাদ্রাসা রোডের মাথা, কাব রোডের ভিতর তাজুল ইসলাম, মমিন পাড়া, বাবুরহাট দীঘির পাড় গাজা ব্যবসার ডিলার ইসমাইল গাজী, মহামায়া, বলাকাল, বাগাদী রোড প্রভৃতি রয়েছে। পুলিশের পাশাপাশি সমাজের সচেতন মহলেরও ভূমিকা পালন করতে হবে। মাদক রোধে সকল পর্যায় লোকদের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।
শিরোনাম:
আরও সংবাদ
বন্যা দুর্গতদের মাঝে জেলা প্রশাসকের খাদ্য সামগ্রী বিতরণ
শাহরাস্তি (চাঁদপুর): চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সার্বিক বন্যা পরিস্থিতি পরিদর্শন করেছেন... বিস্তারিত
ফেইক নিউজ! পাঠকদের বিভ্রান্ত না হওয়ার অনুরোধ।
অনলাইন চাঁদপুর নিউজ যা www.chandpurnews.com এবং facebook.com/onlinechandpurnews এই দুটি লিংক হতে প্রচারিত হয়। যেখানে ফেসবুক এ... বিস্তারিত
শ্রমজীবীদের মাঝে স্যালাইন ও পানি বিতরণ করলেন চেয়ারম্যান…
সারাদেশ জুড়ে চলমান তীব্র তাপদাহের মধ্যে ব্যক্তিগত উদ্যোগে বাবুরহাটের মতলব রোড ও চাঁদপুর... বিস্তারিত
ফরিদগঞ্জে কুকুর বাঁচাতে গিয়ে মারা গেলেন অটোচালক
চাঁদপুরের ফরিদগঞ্জে কুকুরকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের দেয়ালে ধাক্কা লেগে... বিস্তারিত
বিশ্ব ইজতেমায় ‘মানবতার ফেরিওয়ালা’ মালয়েশিয়ান ইবিট লিও
টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমায় অংশ নেন, মালয়েশিয়ার ‘মানবতার ফেরিওয়ালা’ ইবিট লিও। বিশ্ব... বিস্তারিত
পেঁয়াজের দাম বাড়ল কেজিতে ২০-৩০ টাকা
দেশে আগাম জাতের মুড়িকাটা পেঁয়াজ এরই মধ্যে ঘরে তুলেছেন কৃষক। মূল মৌসুমের পেঁয়াজ বাজারে আসতে... বিস্তারিত
রমজান মাসে প্রাথমিকে ক্লাশ ১০ দিন, মাধ্যমিকে ১৫…
আগামী রমজান মাসের প্রথম ১০ দিন দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো খোলা রাখার সিদ্ধান্ত... বিস্তারিত
পরকীয়ায় নাশ সংসার
দেশে বিয়ের হার বৃদ্ধির পাশাপাশি বিবাহবিচ্ছেদ বা তালাকও বেড়েছে। বিবাহবিচ্ছেদের প্রধান দুটি... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।