প্রতিনিধি
মাদকের ছোবলে বিশ্বে ৫০ ভাগের বেশি মানুষের অকাল মৃত্যু ঘটে বলে তথ্য দিয়েছেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো.আমির হোসেন।
তিনি শুক্রবার দুপুরে হাজীগঞ্জ উপজেলার পাঁচৈই গ্রামে একুশে স্কুল মাঠে প্রধান অতিথিরি বক্তব্যে এ তথ্য জানান। তিনি বলেন, ধুমপানের ফলে শতকরা ৪৭ ভাগ ও মাদকের ছোবলে অকালে অর্ধেকের বেশি মানুষ মৃত্যু বরণ করে থাকেন।
মাদকসেবী, ব্যবসায়ীকে পরিহার করার তাগিদ দিয়ে তিনি বলেন, গেল বছর সকল বাহিনী দেশে ১ কোটির বেশি ইয়াবা উদ্ধার করেছে। যা মাদকদ্রব্য বিস্তারের ১০ ভাগ মাত্র। তাই আইন দিয়ে মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। আসুন, মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলি।
প্রধান অতিথি বলেন, বাংলাদেশে সীমান্তবর্তী ২৯ টি জেলার মধ্যে ১৩২ টি উপজেলায় মাদক বহন করে আসছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্র“তি মাদককে জিরো টলার্যন্সে নিয়ে আসার লক্ষ্যে নিরলস ভাবে কাজ করছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আমির হোসেন বলেন, দেশের প্রতিটি রাজনৈতিক দলই আজকে মাদকের সাথে জড়িত। এর ফলে দেশের ৭০ লাখ মানুষ তথা যুব সমাজ আজ মাদক নিচ্ছে। এই মাদকের ভয়াবহতা থেকে দূর করতে হলে, দেশকে মাদকের হাত রক্ষা করতে হলে প্রতিটি রাজনৈতিক দলের শক্ত কমিটমেন্ট প্রয়োজন।
মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মানজুরুল ইসলাম তাঁর বক্তব্যে উল্লেখ করেন, আগে এ দেশের যুব সমাজ হিরোইন সেবন করতো। পরবর্তিতে ফেনসিডিল সেবন শুরু করে। বর্তমানে দেশে প্রতিদিন ৩০ লাখ মানুষ ইয়াবা সেবন করে। মাদক বিক্রেতাদের টার্গেট হিসাবে দেশের ইংলিশ মিডিয়াম স্কুল ও প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থী।
জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ আশ্রাফুজ্জামান তাঁর বক্তব্যে উল্লেখ করেন, ‘আমরা মাদক নিয়ন্ত্রণে সর্বাত্বক চেষ্টা চালিয়ে যাচ্ছি। মাদক নিয়ন্ত্রণে পুলিশ বিভাগ থেকে একটি সেল খোলা হয়েছে। সেখানে সার্বক্ষণিক হটলাইন চালু রাখা হয়েছে। তার নাম্বার
হাজীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রশিদ মজুমদার হাজীগঞ্জ উপজেলাকে আগামী মার্চ মাসে মাদকমুক্ত ঘোষণা করা হবে বলে জানান।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় ও একুশে গালর্স স্কুলের আয়োজনে এই মাদক বিরোধী অভিযান ও প্রচারণামূল সমাবেশে সভাপতিত্ব করেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক নাজমুল আহসান মজুমদার।
সমাবেশে অধ্যাপক আলমগীর বাহারের পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ আশ্রাফুজ্জামান, হাজীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রশিদ মজুমদার, উপজেলা নির্বাহি কর্মকর্তা শেখ মুর্র্শিদুল ইসলাম, হাজীগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল হানিফ, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মানজুরুল ইসলাম, এলজিইডি নির্বাহী প্রকৌশলী জিএম মজিবুর রহমান, একুশে গালস্ স্কুলের প্রধান শিক্ষক সিরাজুল হক প্রমুখ।
উল্লেখ্য, সমাবশ শেষে প্রধান অতিথি একুশে গালর্স স্কুলের শিক্ষার্থীদের মাঝে বার্ষিক ক্রীড়া ও প্রতিযোগিতার পুরষ্কার তুলে দেন। সমাবেশে হাজীগঞ্জ উপজেলার ১০টি গ্রামের প্রায় ২ হাজার শিক্ষার্থী, শিক্ষক অভিভাবক উপস্থিত ছিলেন।