মিজানুর রহমান রানা
মাদক, ইভটিজিং, নারী নির্যাতন ও অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে কমিউনিটি পুলিশ চাঁদপুর অঞ্চল-৬ (১৫নং ওয়ার্ড) এর অধীন ব্যাংকলোনী, শেরে বাংলা আবাসিক এলাকা, জিটি রোড, বিষ্ণুদী রোড, ষোল ঘর, বিটি রোড, ওয়ারলেছ এলাকার জনগনের সাথে পুলিশ কর্মকর্তাদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গতকাল শনিবার বিকাল ৪টায় মডার্ণ শিশু একাডেমী প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অঞ্চল-৬ এর সভাপতি অধ্যাপক মোঃ হোসেন খান। সভা পরিচালনা করেন অঞ্চল-৬এর যুগ্ম সম্পাদক মোঃ ওমর ফারুক। এ সময় বক্তব্য রাখেন, চাঁদপুর মডেল থানার কমিউনিটি পুলিশিং অফিসার মনির আহম্মদ। এ সময় তিনি বলেন, পুলিশ জনগণ এক সাথে কাজ করলে সকল অনিয়ম ও মাদক, ইভটিজিং, নারী নির্যাতন ও অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ সম্ভব। জনগণ পুলিশকে সহযোগিতা করতে হবে। পুলিশের একার পে অপরাধ দমন সম্ভব নয়। এজন্য জনগণ পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করলে অপরাধ দমন সহজ হয়।
এ সময় আরো বক্তব্য রাখেন, জেলা পুলিশিং কমিটির সিনিয়র সহ-সভাপতি কাজী শাহাদাত, সাধারণ সম্পাদক সুফী খায়রুল ইসলাম খোকন, পৌর কমিটির সাধারণ সম্পাদক জামাল হোসেন, অঞ্চল-৬ এর সাধারণ সম্পাদক কাজী বেনজীর আহম্মেদ। আরো বক্তব্য রাখেন ব্যাংকার সামীম আহ্মেদ, সালেহ উদ্দিন, বিএম জাকির হোসেন, জাহাঙ্গির আলম, নেছার আহম্মেদ, মোস্তফা কামাল চৌধুরী, মোঃ মফিজুর রহমান মিজি, শফিকুর রহমান প্রমুখ। সভায় সিদ্ধান্ত হয় আগামী ২৯ নভেম্বর শনিবার সকাল ১০টায় নতুন কমিটি গঠন কল্পে সভা অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট সকলকে যথা সময়ে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
শিরোনাম:
বুধবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৭ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।