ফাহিম শাহরিন কৌশিক:-
চাঁদপুর শহরের ওয়ালেছ মোড় থেকে ৩কেজি গাজা সহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে ট্রাফিক পুলিশ। মডেল থানা ও ডিবি পুলিশের পাশাপাশি মাদক উদ্ধারে ট্রাফিক পুলিশ সহযোগিতা করে আসছে। গতকাল মঙ্গলবার দুপুরে ওয়ারলেছ মোড় থেকে ট্রাফিক পুলিশের কনেষ্টেবল জাহাঙ্গীর আলম মাদক ব্যবসায়ী সুফিয়া (২৫) কে ৩ কেজি গাজা সহ আটক করে। আটককৃত সুফিয়ান কুমিল্লা সিমান্ত এলাকা থেকে গাজা সংগ্রহ করে চাঁদপুর জেলাধীন ফরিদগঞ্জ উপজেলায় মাদক বিক্রির উদ্দেশ্যে বোগদাদ বাস যোগে রওনা হয়। সেই ওয়ারছে মোড়ে বোগদাদ বাস থেকে নেমে যাওযার পথে ট্রাফিক পুলিশ তাকে দেখে সন্দেহ করে। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে সেই উত্তর না দিয়ে চলে যাওয়ার সময় আরো সন্দেহ ঘণিভূত হয়। ট্রাফিক পুলিশ তাকে আটক করে তার হাতে থাকা প্লাষ্টিকের ব্যাগ তল্লাশি চালিয়ে ট্যাপ দিয়ে মোড়ানো ৩ কেজি গাজা উদ্ধার করেন। আটকৃত সুফিয়ানকে মডেল থানায় নিয়ে আসলে এস.আই ফারুক বাদী হয়ে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন। মাদক ব্যবসায়ী সুফিয়ান রংপুর জেলার নিলফামারীর আমিন আলীর ছেলে।