স্টাফ রিপোর্টার
ফরিদগঞ্জে গতকাল রোববার ভোরে পুলিশ-ছিনতাইকারীর মধ্যে গুলি বিনিময় ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ বোম সুমন নামে এক ভয়ংকর সন্ত্রাসীকে (পুলিশের ভাষায়) গতকাল বিকেলে গ্রেফতার করেছে। সে উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক। এদিকে গ্রেফতারের পর বোম সুমনকে থানা থেকে ছাড়িয়ে নেয়ার জন্য একটি পক্ষ জোর তদ্বির চালিয়ে যাচ্ছে বলে শোনা গেছে।
পুলিশ জানায়, ভোর সাড়ে ৫টায় একদল ছিনতাইকারী অস্ত্রের মুখে একটি যাত্রীবাহী অটোরিক্সা থামিয়ে ছিনতাই করছিল। ঘটনাটি টহল পুলিশের নজরে পড়লে পুলিশ তাদের ঘিরে ফেলে। এ সময় ছিনতাইকারীরা পুলিশকে লক্ষ্য করে বোমা ছুড়ে মারে। তখন পুলিশ শর্টগান থেকে দু�রাউন্ড গুলি ছুড়লে ছিনতাইকারীরা পাল্টা গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায়। সাথে সাথে পুলিশ অন্যান্য টহল টিমকে খবর দিয়ে বিভিন্ন দলে বিভক্ত হয়ে কৌশলে ছিনতাইকারীদের পিছু নেয়। পুলিশ জানতে পারে ছিনতাই ঘটনার সাথে বোম সুমন (৩৮) ও তার দলবল জড়িত। এতে তারা সুমনকে ধরার জন্য গোপনে বিভিন্ন স্থানে হানা দেয়। কিন্তু বোম সুমন বারবার তার স্থান বদল করে। এক পর্যায়ে পুলিশ তার আস্তানায় ঢুকে পড়ে। এ সময় পুলিশ সেখান থেকে প্রায় তিন ফুট আকারের একটি চাপাতি উদ্ধার করে। অবশেষে সোর্সের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ফরিদগঞ্জ উপজেলা পরিষদ এলাকা থেকে বোম সুমনকে গ্রেফতার করতে সক্ষম হয়। পুলিশ জানায়, সুমন গত কয়েক বছর আগে বোমা তৈরিকালে এক বিস্ফোরণে নিজ আস্তানায় আহত হয়। তার বিরুদ্ধে মাদক ব্যবসা, ডাকাতি, ছিনতাই, সন্ত্রাসী কার্যক্রমসহ বহু সমাজ বিরোধী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।
এদিকে বোম সুমন গ্রেফতার হয়েছে শুনে উপজেলার ১৫নং রূপসা ইউনিয়নের বদরপুর গ্রামের এলাকাবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলেছে।