নিজস্ব প্রতিনিধি-
চাঁদপুর মডেল থানার মাদক বিরোধী অভিযানে মাদক পাচারকালে দু’ নারীকে আটক করা হয়েছে। চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মাহবুব মোরশেদের নেতৃতে উপ-পরিদর্শক গৌতম কুমার দে মঙ্গলবার রাতে সঙ্গীয় পুলিশ সদ্যসের নিয়ে টহলরত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে শহরের বড় স্টেশন লঞ্চ টার্মিনাল ঘাট এলাকায় রাত সাড়ে ১২টায় অভিযান চালায়।
এসময় কুমিল্লা কতোয়ালী থানার গাজীপুর (রূপবান চৌমুনী) এলাকার মোজাম্মেল হোসেনের স্ত্রী শানু বেগম (২৪) ও একই এলাকার তোফাজ্জল হোসেনের স্ত্রী লিপি বেগম (২৩) শরীরে বিশেষ কৌশলে বেঁধে নেয়া অবস্থায় আনুমানিক ২ কেজি গাঁজা পাচার করছিলো। এ সময় পুলিশের সন্দেহ হলে তাদের দেহ তল্লাশী করে গাঁজা উদ্ধার করা হয়। চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুব মোরশেদ ও উপ-পরিদর্শক গৌতম কুমার জানান, শানু ও লিপি বেগম নিজেদের শরীরে বিশেষ কৌশল অবলম্বন করে এ সব গাঁজা নিয়ে বিবির বাজার এলাকা থেকে বহন করে চাঁদপুর হয়ে বরিশালের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। পুলিশের সন্দেহ হলে তাদের শরীরে তল্লাশী করে এ গাঁজা উদ্ধার করা হয়। এদের বিরুদ্ধে ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৭ এর (খ) ধারায় মামলা করা হয়েছে।
চাঁদপুর নিউজ সংবাদ