
হাজীগঞ্জে মাদক সেবক ও বিক্রেতা ছেলের থানা অভিযোগ করেছেন মা। অভিযুক্ত রবিউল আলমকে এখন খুজছে থানা পুলিশ।
মা পারুল বেগস বলেন মাদক সেবক ও মাদক বিক্রেতা আমার ছেলে রবিউল আলমের কারনে অতিষ্ঠ আর মানহানির থেকে রক্ষা পেতে আইনের দারস্থ হয়েছি। গত বুধবার (৮ অক্টোরব ২০২৫) হাজীগঞ্জ থানায় ছেলেকে আসামী করে মামলাটি দায়ের হয়। সে উপজেলার ৪নং কালচোঁ ইউনিয়ন নিশ্চিন্তপুর সংলগ্ন বটতলা বাজার এলাকার শাহাজানের ছোট ছেলে।
মা পারুল বেগম জানান, দুই সন্তানের মধ্যে ছোট আর আদরের সন্তান রবিউল। কবে কবে সে মাদকের সাথে জড়িয়ে পড়ে আর ভয়ঙ্কর হয়ে উঠে তা অনেক পরে বুঝতে পারি। সে এখন নিয়মিত মাদক বিক্রি করে ও মাদক গ্রহন করে। এ নিয়ে তাকে বারবার সতর্ক করা হলেও সে উল্টা আমাদেরকে মারধরের চেষ্টা করে। ইতিমধ্যে নিজেদের দুধের গাভিসহ ঘরের বহু মালামাল চুরি করে বিক্রি করে ফেলেছে মাদকের টাকার জন্য। তাকে নিয়ে রীতিমতো আমরা এখন আতঙ্কিত হয়ে পড়েছি যে কারনে আইনের আশ্রয়ে নিয়েছি।
হাজীগঞ্জ থানার ওসি মহিউদ্দিন ফারুক জানান, রবিউলের মা থানায় একটি অভিযোগ করেছেন। দ্রূত রবিউলকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
