শাহারিয়ার খান কৌশিক ॥
মাদক মামলার সাজা প্রাপ্ত আসামী মোক্তার হোসেন চকিদার (৩৮) কে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। গতকাল মডেল থানার এ.এস.আই আহসানুর জাম্মান লাবু ও নোমান সিদ্দিকী সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ট্রাক রোডে দারুল সালাম মসজিদের সামনে বিসমিল্লাহ চট্টপটি দোকান থেকে তাকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা যায়, গোড়ামারা আশ্রম প্রকল্পে হাফেজ চকিদারের ছেলে মুক্তার হোসেন দীর্ঘদিন যাবত মাদক বিক্রি করে আসছিল। তার বিরুদ্ধে ইতিপূর্বে বেশ কয়েকটি মাদক মামলা হয়েছে। আদালতে মাদক মামলা চলাকানীল সময়ে তার বিরুদ্ধে ৬ মাসের সাজা ধার্য্য করা হয়। সে মামলার আসামী মোক্তার হোসেন দীর্ঘদিন পলাতক থাকার পর পুলিশ থাকে অবশেষে গ্রেফতার করেন।