ফরিদগঞ্জ প্রতিনিধি
ফরিদগঞ্জে এক মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে শ্লীলতাহানীর অভিযোগ উঠেছে। এ ব্যাপারে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন পুবালী ব্যাংকের কর্মকর্তা সফিকুল আলমের স্ত্রী পারভীন বেগম।
অভিযোগ সূত্রে জানাগেছে, উপজেলার ১৬ নং রুপসা দক্ষিণ ইউনিয়নের মান্দারখীল দারুল কোরান হাফেজিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফেজ রফিকুল ইসলাম। সে পারভীন বেগমের ২ মেয়েকে একাধিকবার উত্যক্ত করেছে। গত ৬ জুন বিকালে একই ভাবে মেয়েদের উত্যক্ত করলে পারভীন বেগম হাফেজ রফিকুল ইসলামকে জজ্ঞাসা করলে সে ক্ষিপ্ত হয়ে উঠে। পরে তাকে গালমন্দ করে এবং একপর্যায়ে তাকে চুলের মুঠি ধরে মারধর ও শ্লীলতাহানির করে। এসময় তার স্বামী সফিকুল আলম তাকে রক্ষা করতে এগিয়ে আসলে তাকেও মারধর করে।
স্থানীয় লোকজন পারভীন বেগম ও তার স্বামী সফিকুল ইসলামকে ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।
সরজমিনে গেলে মাদ্রাসার বার্বুচি ফরিদ আহাম্মদ মোল্লা, ব্যবসায়ী শিপন পাটওয়ারী, জহিরুল ইসলাম, দুলাল পাটওয়ারী, রুবেলর সাথে কথা হয়। তারা জানান, ওই মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষের চারিত্রিক ত্রুটির কারণে তার পিছনে নামাজ আদায় করিনা। তার বিরুদ্ধে বিভিন্ন সময় নানান অভিযোগ উঠেছে।
পূবালী ব্যাংক কর্মকর্তা সফিউল আলম জানান, সাবেক এমপি লায়ন হারুন-অর-রশিদসহ কয়েকজন ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে।
তদন্তকারী কর্মকর্তা অলক বড়–য়া জানান, অভিযোগের ভিত্তিতে মামলা তদন্ত করা হচ্ছে।
শিরোনাম:
বুধবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৭ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।