মানবতার বন্ধন (একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন, চাঁদপুর) এর উদ্যোগে গরীব অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ কর্মসূচি ২০১৯ অনুষ্ঠিত হয়েছে। উক্ত ইফতার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন হযরত শাহজালাল উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সহকারী শিক্ষক জনাব মোঃ সুমন মাস্টার। মোঃ সাদ্দাম হোসেন (চাঁদপুর ডায়াবেটিস হসপিটাল), মোঃ হাসান মিজি( গনিত শিক্ষক, হাসান প্রাইভেট হোম) মোঃ মীর শুভ, মীর টেলিকম পিংড়া বাজার। মানবতার বন্ধন সংগঠন এর উদ্দেশ্য – ১) সমাজে প্রত্যেক মানুষের আপদে-বিপদে সহযোগিতা করা। ২) গরীবদের পাশে দাঁড়ানো। ৩) গরীব অসহায় ছাত্র- ছাত্রীদের পড়াশোনা খাতায়, কলম, আর্থিক ভাবে সহযোগিতা করা। ৪) অসহায় ছাত্র -ছাএীদের বিনা পয়সায় পড়ানো। ( এটা এখনো চালু হয়নি, তবে ২০১৯ সাল জুন মাসে হতে পারে)। সংগঠনের সভাপতি মোঃ মেহেদী হাসান (হৃদয়), সবার সহযোগিতা কামনা করেছেন।
