মিজানুর রহমান রানা
আমরা নির্বাচনকালে সাধারণ জনগণের নিকট যে ওয়াদা করেছি, তা নির্বাচনের পর পরিপূর্ণভাবে বাস্তবায়ন করার একশত ভাগ চেষ্টা করছি। আওয়ামী লীগ এমন একটি দল, যারা কথায় ও কাজে বিশ্বাসী। আওয়ামী লীগ যতবারই সরকার গঠন করেছে, ততোবারই দেশের সাধারণ মানুষের পে কাজ করছে, মুক্তিযুদ্ধের সপরে শক্তি হিসেবে আওয়ামী লীগ কখনই অন্যায়ের কাছে মাথা নত করেনি, বরং অন্যায়ের বিরুদ্ধে জোরালো ভূমিকা রেখে দেশ থেকে সমস্ত অন্যায়, অত্যাচার উৎখাত করেছে। তিনি আরো বলেন, সরকার আপামর মানুষের বন্ধু হিসেবে কাজ করে দেশের উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে। যা আমরা চাঁদপুরেও এই উন্নয়নের জোয়ার প্রত্য করছি। আমি নির্বাচনকালে চাঁদপুরের মানুষের সাথে যে ওয়াদা করেছিলাম তা বাস্তবায়ন করেছি। আমাদের সরকারও দেশের মানুষের সাথে যে অঙ্গীকার করেছে, তা বাস্তবায়ন করছে। কিন্তু একটি মহল চেষ্টা করছে বার বার আমাদের বাধাগ্রস্ত করছে, তারা সফল হয়নি। দেশের মানুষের পে কাজ করে আমরাই সফল হয়েছি, জনগণ আমাদের প,ে সুতরাং বিজয় আমাদেরই হবে। কোনো অপশক্তি আমাদের বাধাগ্রস্ত করতে পারবে না।
মানবিক সহায়তা কর্মসূচির আওতায় গৃহহীন পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে মঙ্গলবার সকালে চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান মো. সফিকুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা দুলাল চন্দ্র সূত্রধর সহ অতিথিবৃন্দ। পরে প্রধান অতিথি মানবিক সহায়তা কর্মসূচির আওতায় গৃহহীন পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ সম্পন্ন করেন।
শিরোনাম:
সোমবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৫ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।