একজন মুমূর্ষ রোগীকে বাঁচানোর জন্য বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন। তাই সমাজের সকল স্তরের মানুষের কাছে তার পরিবারের পক্ষ থেকে আর্থিক সহায়তার জন্যে আবেদন জানানো হয়েছে। উত্তর ইচলী গাজী বাড়ির মৃত মুজাম্মেল হোসেন গাজী ও মৃত সুলতানা বেগমের কন্যা তাসলিমা আক্তার প্রায় ১৪ বছর ধরে কিডনি জনিত রোগে আক্রান্ত হয়ে মানবেতরভাবে জীবনযাপন করছেন। তাসলিমা আক্তারের ৪ বছর বয়সী একমাত্র শিশু কন্যাটি মায়ের শয্যাপাশে বসেই ফ্যাল ফ্যাল করে কাঁদছে। তাসলিমা আক্তারের স্বামী আইনজীবী সহকারী হিসেবে কর্মরত। দীর্ঘ দিন ঢাকা অর্থপ্যাডিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বর্তমানে তাসলিমা আক্তার স্বামী সন্তান নিয়ে জিটি রোড দক্ষিণ শেখ বাড়িতে বসবাস করছেন। তাসলিমার স্বামীর পক্ষে এখন আর চিকিৎসার অর্থ যোগানো কষ্টসাধ্য হয়ে পড়েছে। তাই তিনি সর্বস্তরের মানুষের কাছে সাহায্যের জন্য অনুরোধ জানিয়েছেন। জনতা ব্যাংক ষোলঘর শাখায় তার সঞ্চয়ী হিসাব নং-০১২০২১১১০২৩৯৪।
