প্রতিনিধি
চাঁদপুরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কর্তৃক ঘোষিত আগামী ২৯ ডিসেম্বর ‘মার্চ ফর ডেমোক্রেসি’ শ্লোগানকে সামনে রেখে “চলো চলো ঢাকা চলো” কর্মসূচি বাস্তবায়নে ১৮ দলীয় জোটের উদ্যোগে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেল ৪টায় বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে কেন্দ্রীয় বিএনপি’র সদস্য ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, এই অবৈধ সরকার বিরোধী দলের আন্দোলন সংগ্রামে দেউলিয়া হয়ে গেছে। তাদের অবৈধ এমপি-মন্ত্রীরা আন্দোলনের তোপে পরে পাগলের প্রলাপ বকছে। কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে কোনো অগণতান্ত্রিক অবৈধ সরকার ক্ষমতার আসনে থাকতে পারে না। জনগণই সকল ক্ষমতার উৎস। এই জনগণই এ অবৈধ সরকারকে টেনে হিচড়ে নামাবে।
তিনি আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচি সফল করতে আগামী ২৯ তারিখ সারাদেশ থেকে লক্ষ-কোটি গণতন্ত্রকামী জনতা ঢাকায় রওনা হবে। ইতিমধ্যেই ২৯ তারিখের জণজোঁয়ারকে রুখে দিতে সরকার বিরোধী দলের নেতা-কর্মীদের হামলা-মামলা করে কারাগারে ঢুকাচ্ছে। ১২ মার্চের মতো ২৯ ডিসেম্বরের “চলো চলো ঢাকা চলো” কর্মসূচিতে যোগদানে নেতা-কর্মীদের বাধা প্রধান করলে পরিনাম শুভ হবে না। যেখানেই বাধা হবে সেখানেই প্রতিরোধ গড়ে তুলবে এদেশের মুক্তিকামী মানুষ। সুতরাং, বিরোধী দলের উপর দমন নিপিড়ন বন্ধ করে দেশ ও দেশের মানুষের কল্যাণের কথা চিন্তা করে, গণতন্ত্রকে বাচিয়ে রাখতে অবিলম্বে অবৈধ সংসদ ভেঙ্গে দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিন। অন্যথায় স্বৈরাচারীতার কারণে এদেশের আপামর জনতার হৃদয় থেকে চিরদিনের জন্য হারিয়ে যাবেন।
সমাবেশে জেলা বিএনপি’র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল হামিদ মাস্টারের সভাপতিত্বে ও সহ-সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান গাজীর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা জামায়েত আমির এ.এইচ.এম. আহম্মদ উল্যাহ মিয়া, জেলা বিএনপি’র সহ-সভাপতি অ্যাডঃ সলিমুল্লাহ্ সেলিম, জেলা জামায়েতের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন মিয়াজী, জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক আক্তার হোসেন মাঝি, অ্যাডঃ জহিরুদ্দিন বাবর, শহর জামায়েতের সাধারণ সম্পাদক অধ্যাপক আরিফুল্লাহ্, জেলা যুবদলের সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক আফজার হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহম্মেদ বাহার প্রমুখ।
শিরোনাম:
শুক্রবার , ২০ জুন, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৬ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।