হাজীগঞ্জ (চাঁদপুর): মহামারি করোনা ভাইরাস দ্বিতীয় ঢেউ মোকবেলায় মাল্টিলিংক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এরশাদ উল্লাহ’র ব্যক্তিগত তহবিল থেকে হাজীগঞ্জের ৪ নং কালোচোঁ দক্ষিণ ইউনিয়নের ১শত ৫০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
ছবি না তুলেই গোপনীয়তা বজায় রেখে কালচোঁ দক্ষিণ ইউনিয়নের সকল গ্রামে সর্বমোট ১৫০(একশত পঞ্চাশ) এর অধিক পরিবারকে খাদ্য সামগ্রী ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয়।
বৃহষ্পতিবার (২৯ এপ্রিল) এ ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।
মাল্টিলিংক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এরশাদ উল্লাহ দেশের বাহিরে অবস্থান করার কারণে তার বাবা আলহাজ্ব আব্দুল কাদের ত্রাণ বিতরণের কার্যক্রম পরিচালনা করেন।
মাল্টিলিংক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এরশাদ উল্লাহ বলেন, বৈশি^ক আমি এখন বাংলাদেশের বাহিরে আছি। আমার পক্ষ থেকে আমার আব্বা জনাব আলহাজ্ব আব্দুল কাদের সাহেব আপনাদের কাছে ত্রাণ পোছাইয়া দিয়েছেন। ত্রাণ দেওয়া ও নেওয়ার সময় কোনো ছবি না তোলার জন্য বলেছি এবং সামাজিক যোগাযোগ মাধ্যামে তা না দেওয়ার জন্য অনুরোধ করেছি।
আমার জন্য দোয়া করবেন। আমাদের এলাকায় কেউ খাদ্য সংকটে থাকলে আমাকে জানান। আমি আপনাদের পাশে আছি এবং থাকবো ইনশাল্লাহ। এলাকার বিত্তশালীরা যেন গরিব ও দুস্থদের সহযোগিতায় এগিয়ে আসেন।
উল্লেখ গত বছর করোনা মহামারীর শুরুর দিকে খাদ্য সংকটে থাকা প্রায় ২শতাধিক এর অধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন মাল্টিলিংক গ্রুপের চেয়ারম্যান এরশাদ উল্ল্যাহ।
সংবাদদাতা/চাঁদপুরনিউজ/