মালয়েশিয়া থেকে শাহাদাত হোসেন
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করেছে মালয়েশিয়া আওয়ামী লীগ। রবিবার রাত ১২ টা ১ মিনিটে কুয়ালালামপুরের বুকিত বিনতাং এর আল খায়ের রেস্টুরেন্টে প্রধানমন্ত্রীর ৬৯তম জন্মদিন পালন করেন দলের নেতাকর্মীরা। নেত্রীর জন্মদিন পালন করতে মধ্যরাতে জড়ো হন তারা। মালয়েশিয়া আওয়ামী লীগের যুগ্ন-আহ্বায়ক ওয়াহিদুর রহমান ওয়াহিদ, যুগ্ন-আহ্বায়ক শাহীন সরদার, যুগ্ন-আহ্বায়ক মাহতাব খন্দকার ছাড়াও উপস্থিত ছিলেন মালয়েশিয়া যুবলীগের সাবেক আহ্বায়ক, আওয়ামী লীগ নেতা এ কামাল চৌধুরী, মালয়েশিয়া আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিব, সদস্য শফিকুর রহমান চৌধুরী, সদস্য হুমায়ন কবির, সদস্য লিটন দেওয়ান, সদস্য শ্রী প্রদীপ কুমার বিশ্বাস, সদস্য আসাদুজ্জামান শওকত, সদস্য এ্যাডভোকেট মিনহাজ উদ্দিন মিরান, কবি আলমগীর হোসেন, আব্দুল বাতেন, শওকত আলি তিনু, শাখাওয়াত হোসেন, মো: মিন্টু, চেরাস আওয়ামী লীগের সভাপতি হাসান মাহমুদ শাহজালাল ও সাধারণ সম্পাদক শাহীনুর রহমান টিটু ও আওয়ামীলীগ নেতা তাজুল ইসলাম মান্না। ছিলেন মালয়েশিয়ায় নবগঠিত কৃষকলীগের আহ্বায়ক কমটির সদস্য মো: গাফরান শেখ ও শেখ তুহিন। কেক কাটার আগে আওয়ামী লীগের নেতৃবৃন্দ বলেন,কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, বিদ্যুৎ, নারীর ক্ষমতায়ন ও আইসিটি ক্ষেত্রে সরকারের অভূতপূর্ব সাফল্যে, ২০২১ সাল নাগাদ ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা গ্রহণ করেছে। বিশ্বের খুব কম দেশই এত দ্রুত এগিয়ে যাওয়ার বিষয় প্রত্যক্ষ করেছে। দেশকে উন্নয়নের পথে এগিয়ে নেয়ার যে লক্ষ্য প্রধান মন্ত্রী শেখ হাসিনা স্থির করেছেন, কোনো ষড়যন্ত্রই তা থেকে এ দলটিকে বিচ্যুত করতে পারবে না। এখনও সময় আছে সকল ভেদাবেদ ভোলে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে এবং মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার হাতকে শাক্তশালী করতে আওয়ামীমনা সকলকে একযোগে কাজ করতে হবে।
কেক কাটার সময় আরও উপস্থিত ছিলেন মালয়েশিয়া যুবলীগের যুগ্ন-আহ্বায়ক মনসুর আল বাশার সোহেল, সদস্য বিজন মজুমদার, সদস্য ডলার হাকিম, নিলায় যুবলীগের সভাপতি আবু তাহের মজুমদার বাবুল, শ্রমিকলীগের আহ্বায়ক সোহেল বিন রানা, কাজাং শ্রমিকলীগের সভাপতি রঞ্জন চন্দ্র ভৌমিক, সহ-সভাপতি শাহজাহান, মো: বসির, মাজেদুল, পাশা, তোফাজ্জেল, হাবিব, সাইফুল, জাকির হোসেন, আলতাফ হোসেন, করিম, লিটন, সুমন, জাকারিয়া, আলম মালয়েশিয়া স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক তারিকুজ্জামান মিতুল, মাসুদ রানা, মালয়েশিয়া ছাত্রলীগের আহ্বায়ক প্রকৌশলী হুমায়ুন কবির, যুগ্ন-আহ্বায়ক সৈয়দ মিনহাজুর রহমান, কুয়ালালামপুর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খান, শাহীন পাটোয়ারি, মাসুম ও হাফিজুল্লাহ। এছাড়া বঙ্গবন্ধু কন্যার জন্মদিনে ছুটে আসেন গোপালগঞ্জ জেলা সমিতির সভাপতি শওকত আলি তিনু, সহ-সভাপতি মো: মিন্টু ও সাধারণ সম্পাদক তারিকুজ্জামান মিতুল।
বাংলাদেশকে বিশ্বের বুকে মাথা উচু করে দাড় করাতে নিরলস প্রচেষ্টা রত তিনবারের সফল এ প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও তার পরিবারের অন্যান্য সদস্যের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন, মালয়েশিয়া আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য শফিকুর রহমান চৌধুরী।
শিরোনাম:
সোমবার , ২৯ মে, ২০২৩ খ্রিষ্টাব্দ , ১৫ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।