শাহাদাত হোসেন, মালয়েশিয়া প্রতিনিধি,
‘আমরা প্রবাসী যুব সংঘ’ এর উদ্যোগে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কুয়ালালামপুরের কোতারায়া বাংলা মার্কেট সূরাও আল মালিকে এ ইফতার অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে রমজানের তাত্পর্য ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করে বয়ান করেন মাওলানা মহিউদ্দিন।
তিনি বলেন, রমজান মাসে রহমতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। তাই আসুন, ফরজ এবাদত রোজা রেখে সংযমী হওয়ার শিক্ষা গ্রহণ করি। আত্মশুদ্ধি করি।
‘আমরা প্রবাসী যুব সংঘ’ এর সভাপতি হারুন অর রশিদ মিয়াজীর সভাপতিত্বে ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সোহাগ, সাংগঠনিক সম্পাদক সাদেকুর রহমান, সহসভাপতি ফিরোজ খান, যুগ্ম-সম্পাদক সমীর, যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ-সাংগঠনিক সম্পাদক নাসির, প্রচার সম্পাদক রানা, সহ প্রচার সম্পাদক শামিম, সাংস্কৃতিক সম্পাদক পলাশ, ধর্ম বিষয়ক সম্পাদক শাহ পরান, ক্রিয়া বিষয়ক সম্পাদক মামুন, প্রচার সম্পাদক বাদল কারার, কোষাধ্যক্ষ মাসুম প্রমুখ।