শাহাদাত হোসেন, কুয়ালালামপুর : মালয়েশিয়ার কেন্দ্রীয় যুবদল কর্তৃক আয়োজিত কুয়ালালামপুর কেএলসিসি টাওয়ার সংলগ্ন হোটেল গিতা আসলীতে অনুষ্ঠিত হয়েছে স্বাধীনতার ঘোষক বীর মুক্তিযোদ্ধা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৩তম সাহাদাত বার্ষিকী।
সভায় মালয়েশিয়া বিএনপির আহ্বায়ক মাহবুব আলম শাহ্ ও সদস্য সচিব মোশাররফ হোসেন ঘোষণা দেন, বুধবার কুয়ালালামপুর পুত্রা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে (পিডবিউটিসি) অপহরণ, গুম, হত্যার প্রতিবাদে ও র্যাব বিলুপ্তির দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি উদ্বোধন করবেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। তিনি এ অনুষ্ঠানে বক্তব্য রাখবেন বলে আশা প্রকাশ করেন মালয়েশিয়া বিএনপির নেতারা।
শাহাদত বার্ষিকীর আলোচনা অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শাহ্্ মোয়াজ্জেম বর্তমান জুলুম বাজ সরকারের বিভিন্ন সমালোচনা করে বলেন, ১৬কোটি মানুষে প্রাণ প্রিয় নেতা তারেক রহমান বিজয়ের বেশে একদিন দেশে ফিরবেন।
কেন্দ্রীয় যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল টেলিকনফারেন্সে বলেন, অপহরণ, গুম, হত্যা, হামলা-মামলায় বিরোধীরা আজ অতিষ্ঠ। মালয়েশিয়া শাখা যুবদল সভাপতি জাহাঙ্গীর আলম খানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আহমেদ সাগর এর উপস্থাপনায় সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদল সিনিয়র সহ-সভাপতি আবদুস সালাম আজাদ, সহ-সভাপতি সেলিমুজ্জামান সেলিম, মীর রবিউল ইসলাম লাভলু, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আ ক ম মোজাম্মেল হক প্রমুখ। সর্বশেষ শহীদ জিয়াউর রহমান এর আত্মার মাগফেরাত কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
শিরোনাম:
সোমবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৮ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।