শহর প্রতিনিধি —
‘এসো মিলি মুক্তির মোহনায়’ এ শ্লোগানকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এ বছরও চাঁদপুর সরকারি হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে গতকাল ১ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় বিজয় মেলা মঞ্চে শুভ সূচনা করা হয়েছে চাঁদপুরের ঐতিহ্যবাহী মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা।
মেলার শুভ সূচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ ইসমাইল হোসেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, আমরা অত্যন্ত আনন্দিত দীর্ঘ ২১ বছর পেরিয়ে গৌরবের মুক্তিযুদ্ধের বিজয় মেলা আজ ২২ বছরে পদার্পণ করলো। চাঁদপুরবাসীর প্রাণের মেলা, মিলন মেলা, ঐতিহ্যবাহী এ মুক্তিযুদ্ধের বিজয় মেলার সুনাম এখন চাঁদপুর জেলার গণ্ডি পেরিয়ে দেশব্যাপী ছড়িয়ে পড়েছে। আমরা অনেক আন্দোলন-সংগ্রাম পেরিয়ে একটি স্বাধীন সার্বভৌম দেশ পেয়েছি। যে সকল বীর সন্তান যুদ্ধ করে দেশের জন্য জীবন দিয়েছে তাদের স্মরণে আজ উদ্যাপিত হচ্ছে মুক্তিযুদ্ধের বিজয় মেলা। তিনি আরো বলেন, ব্যক্তি জীবনে আমাদের দলমত ভিন্ন থাকতে পারে। কিন্তু স্বাধীনতা রক্ষায় আমরা সকলে এক। সুতরাং আমাদের চেতনা দিয়ে, বিশ্বাস এবং মননশীলতা দিয়ে আমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবো। আমরা এমন কোনো অনৈতিক কাজ করবো না যাতে দেশের অমঙ্গল হয়। তাই দেশের স্বাধীনতা রক্ষায় আমাদের সকলকে মুক্তিযুদ্ধের ইতিহাস নবপ্রজন্মের মাঝে তুলে ধরতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ আমির জাফর, স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী।