মাস্ক না পরায় হাজীগঞ্জে ১৭জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের পাশে আলীগঞ্জে এই আদালত পরিচালনা করেন উপজেলা প্রশাসন। গত মঙ্গলবার দুপুরে পরিচালিত এই আদালতে মোট ৩ হাজার ১শ’ ৬০ টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, করোনা ভাইরাস প্রতিরোধে এদিন দুপুরে সরকারি আইন না মানায় (মাস্ক না পরায়) ২০১৮ সালের সংক্রমণ প্রতিরোধ আইনে আলীগঞ্জ বাজারে আসা ১৮জন পথচারীকে নগদ ৩ হাজার ১শ’ ৬০ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট বৈশাখী বড়ুয়া।
এ সময় উপস্থিত সবাইকে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান এবং করোনাভাইরাস প্রতিরোধে মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব নিশ্চিতকরণসহ স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেন এই নির্বাহী ম্যাজিস্ট্রেট।