মাহে রমযানের পবিত্রতা রায় চাঁদপুরে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের মিছিল ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
গতকাল শুক্রবার বিকেলে শহরের শপথ চত্তর আলোচনাসভায় প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সেক্রেটারী শেখ মুহাম্মদ জয়নাল আবেদীন। তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, দীর্ঘ ১১ মাস প্রতীার পরে আবারও মুসলমানদের জন্যে এলো পবিত্র মাহে রমযান। একজন মুসলমান পবিত্র রমযান মাসকে অত্যন্ত রহমত, বরকত ও নাজাতের মাস হিসেবে গ্রহণ করে। আর এ মাসে আমাদের সকল পাপাচার ও পঙ্কিলতা থেমে মাফ চাওয়ার সুবর্ণ সুযোগ। যা একজন মুসলমান কখনও হাতছাড়া করতে পারে না। প্রধান অতিথি আরো বলেন, আমরা সরকারকে জানিয়ে দিচ্ছি যে, সমাজের সর্বস্তরের মানুষ যেন রোজা সঠিকভাবে পালন করতে পারে সেজন্য দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যাতে না হয় সে ব্যবস্থা করা হয়। এবং সকল অসাধু ব্যবসায়ী যেন সিন্ডিকেট করে দ্রব্যমূল্য বৃদ্ধির অপচেষ্টা করতে না পারে। খাদ্যদ্রব্যে ভেজাল মিশ্রিত করতে না পারে সে ব্যাপারে প্রশাসনের সজাগ দৃষ্টি রাখার অনুরোধ জানান। রমযান মাসে বিশেষ করে তারাবিহ নামাজের সময় লোডশেডিং বন্ধ করার আহ্বান জানান। তিনি আরো বলেন, রমযানের পবিত্রতা রা করা সকল মুসলমানের ঈমানী দায়িত্ব, তাই সকল হোটেল-রেস্তেরাঁ মালিকদেরকে রমযানে দিনের বেলায় হোটেল-রেস্তেরাঁ ও পানাহার বন্ধ রাখা এবং রমযানে সকল প্রকার অশ্লীলতা থেকে বিরত থাকার জন্যে তিনি আহ্বান জানান।
পরিচালনা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চাঁদপুর সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসাইনের পরিচালনায় সভাপতির বক্তব্য রাখেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চাঁদপুর সদর উপজেলা শাখার সভাপতি এ কে মোক্তার হোসাইন। আরো বক্তব্য রাখেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের চাঁদপুর জেলা শাখার সাবেক সভাপতি ইয়াসিন রাশেদ সানী, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চাঁদপুর চাঁদপুর জেলা শাখার সভাপতি মো. শাহজামাল গাজী সোহাগ, সহ-সভাপতি মো. সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. রিয়াজুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ফরহাদ হোসেন, অর্থ সম্পাদক শেখ মোহাম্মদ আক্তার হোসেন এবং সদর উপজেলা শাখার সহ-সভাপতি মো. নাছির উদ্দিন, যুগ্ম সম্পাদক মো. মুনছুর হাল্লাজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আবুল বাশার, দপ্তর সম্পাদক মো. মনিরুজ্জামান, চাঁদপুর সরকারি কলেজ শাখার সভাপতি মো. মহসিন হোসেন প্রমুখ। পরে একটি বিশাল মিছিল শহরে গুরুত্বপূর্ণ এলাকা প্রদণি করে বায়তুল আমান মসজিদের সামনে দোয়া ও মুনাজাতের মধ্য দিয়ে শেষ হয়।
শিরোনাম:
বুধবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৭ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।