স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরের বিষ্ণুদী রোড প্রাইমারী স্কুল সংলগ্ন আঃ হালিম মৃধার ২য় ছেলে মমিন মৃধা (২৫)কে পুলিশ আটক করেছে।
জানা যায়, মমিন মৃধা মাদকাসক্ত হয়ে প্রতিদিনই মা-বাবা ও স্ত্রীকে বেদম মারধর করতো। সন্তানের এহেন অবস্থা থেকে পরিত্রাণ পেতে তার মা চাঁদপুর মডেল থানায় অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে গতকাল সন্ধ্যা ৭টায় থানার এএসআই আওলাদ হোসেন মমিন মৃধাকে আটক করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে এলাকার ক’ ব্যক্তি জানান, মমিন ইয়াবা বিক্রি করে আবার সেবনও করে। সে প্রায়ই মা-বাবাকে মারধর করে। বাড়িতে টাকা না পেলে ঘরের মধ্যে আগুন দেয়াসহ ব্যাপক ভাংচুর করে। তাকে যদি পুলিশ ছেড়ে দেয় তাহলে সে বাড়িতে এসে বড় ধরনের দুর্ঘটনা ঘটাতে পারে।
১৫ নং ওয়ার্ড কাউন্সিলর আঃ মালেক বেপারী ও কমিনিটি পুলিশিং ৩নং মহল্লা কমিটির সভাপতি নূর হোসেন নূরু বলেন, এলাকায় কোনো মাদকের অবস্থান থাকতে পারবে না। যে কেউ মাদকের সাথে এবং অসামাজিক কার্যকলাপে জড়িত থাকবে তাকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয়া হবে। পুলিশ অভিযোগের প্রেক্ষিতে মমিন মৃধাকে আটক করায় আমরা তাদের ধন্যবাদ জানাই।