শহর প্রতিনিধি-
চাঁদপুর শহরের নিশি বিল্ডিং এলাকার বখাটে মাদকাসক্ত জয়নাল আবেদীনের অত্যাচারে অতিষ্ট হয়ে মায়ের অভিযোগে ছেলেকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। গতকাল ১০ অক্টোবর বৃহস্পতিবার দুপুর ১২টায় মডেল থানার উপ-পরিদর্শক আনোয়ার সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে নিশি বিল্ডিং খান বাড়ি থেকে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
মা রহিমা বেগম জানান, জয়নাল এলাকার নেশাখোর যুবকদের সাথে মিশে মাদকাসক্ত ও উশৃঙ্খল হয়ে গেছে। মাদকের টাকা যোগার করার জন্য প্রতিদিন তার স্ত্রী মুন্নিকে মারধর করতো। ঘরের জিনিসপত্রের বিক্রি করে বিভিন্ন মাদক সেবন করতো। ঘটনার দিন সকালে টাকার জন্য তার স্ত্রীকে মারধর করলে ছুটাতে গিয়ে ছেলের নির্যাতনের শিকার হয়। এ ঘটনায় চাঁদপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ তাকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, মরণনেশা মাদকের ছোবলে আক্রান্ত হয়ে যুবকটি নেশার টাকার জন্য স্ত্রী ও মাকে মারধর করে। মায়ের অভিযোগের প্রেক্ষিতে আটক করে আদালতে প্রেরণ করা হয়। আদালত তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করে।
চাঁদপুর নিউজ সংবাদ