প্রতিনিধি
মতলব দক্ষিণে মায়ের সাথে অভিমান করে ছেলে মোঃ বিল্লাল হোসেন পাটওয়ারী (২৫) বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছে। উপজেলার নারায়ণপুর ইউনিয়নের মনিগাঁও পাটোয়ারী বাড়ির আশ্রাফ আলীর ছেলে গতকাল ৫ ফেব্রুয়ারি সকালে এ আত্মহত্যা চেষ্টার ঘটনা ঘটায়।
হাসপাতাল ও এলাকাবাসী সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে এবং ছেলেকে তার মা চাপ প্রয়োগ করায় অভিমান করে ঘরে থাকা কীটনাশক সেবন করে আত্মহত্যার চেষ্টা করে। তার ডাক-চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে এসে দ্রুত তাকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক তার অবস্থা বেগতিক দেখে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করে।