স্টাফ রিপোর্টার:
চাঁদপুর শহরে চৌদ্দ বছরের এক বালক মায়ের সাথে অভিমান করে আত্মহত্যা করেছে। গতকাল শুক্রবার দুপুরে প্রফেসর পাড়ার জনৈক সালাহ উদ্দিনের বাড়ির ৪র্থ তলার ভাড়াটিয়ার ঘরে এ ঘটনাটি ঘটে। নিহত ছেলেটির নাম আঃ আজি নাহিয়ান। সে গণি মডেল আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র এবং প্রবাসী আইয়ূব আলী তালুকদারের ছেলে।
চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক জাকির হোসেন সঙ্গীয় পুলিশ ফোর্স খবর পেয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল থেকে নাহিয়ানের মৃতদেহ ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসে। ওই পুলিশ কর্মকর্তা জানান, দুপুরের খাবারের সময় মোবাইলে গেমস্ খেলতে বারণ করায় মা নাছরিন বেগমের সাথে অভিমান করে ছেলে নাহিয়ান। এক পর্যায়ে বাথ্রুমে গিয়ে টাউজার পেচিয়ে গলায় ফাঁস দেয় ছেলেটি। এ ব্যাপারে অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।