প্রতিনিধি
ঈদের ছুটিতে নানার বাড়ীতে যাওয়া হলো না শিশু রিফাতের। এখনো ঈদের আনন্দে হাতে লাগানো মেহেদী শুকায়নি। তার আগেই পৃথিবী থেকে চিরবিদায় নিতে হয়েছে। ঘাতক যাত্রীবাহী বাস কেড়ে নিলো রিফাতের জীবন। রিফাতের ছোট বোন ও ভাইকে হাতে ধরে সড়ক পার হলেন মা। অপরদিকে মায়ের হাতে ধরার আগেই ঘাতক বাস চাপায় পড়ে যায় রিফাত।
বৃহস্পতিবার দুপুর সোয়া চারটায় চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের হাজীগঞ্জ পৌর ভবনের সম্মুখে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। দুই সন্তানকে সড়ক পার করেই মা জ্ঞান হারিয়ে ফেলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা পদ্মা ট্রান্সফোর্ডের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১৪-০৯৮১) রিফাতকে চাপা দেয়। এর আগে রিফাত শাহরাস্তি উপজেলার উপলতা থেকে সিএনজি যোগে হাজীগঞ্জে নানার বাড়ীর উদ্দ্যেশে আসে। সিএনজি থেকে নেমে মা দুই সন্তানকে সড়ক পার করে। আর রিফাত মায়ের পিছু আসতে গিয়ে প্রাণ হারান।
রিফাতের পারিবারিক সূত্রে জানা গেছে, নানার বাড়ী হাজীগঞ্জ পৌরসভার টোরাগড় প্রফেসর পাড়া লোকমান হোসেন তার নানা। রিফাতের গ্রামের বাড়ী শাহরাস্তি উপজেলার উপলতা জমাদ্দার বাড়ী। সে আবদুর রহমানের ছোট ছেলে।
হাজীগঞ্জ থানার এসআই এরশাদ উল্লাহ বলেন, ঘাতক বাসটি আটক করা হয়েছে।