শওকতআলী॥
চাঁদপুরের মেঘনা নদীতে মা ইলিশ রক্ষার নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়েছে গতকাল থেকে। ২২ দিন অলস সময় কাটানোর পর আজ থেকে নদীতে মাছ ধরতে জেলেদের নেই মানা। তাই গত কাল মধ্য রাত থেকে চাঁদপুরের মেঘনা নদীতে নামছে প্রায় ৪১ হাজার জেলে। এ কারণে স্বস্তি ফিরে এসেছে জেলে পরিবারগুলোতে। কর্তৃপক্ষের দাবি মা ইলিশ রক্ষার কর্মসূচি সফল হওয়ায় এবছর ইলিশের উৎপাদন বাড়বে।
জাতীয় মাছ ইলিশ রক্ষায় সরকার এবছরের ০১অক্টোবর থেকে ২২অক্টোবর মা ইলিশ রক্ষায় ২২দিন মেঘনা নদীতে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। নিষেধাজ্ঞা চলাকালে মেঘনা নদীর মতলব উত্তরের ষাটনল থেকে লক্ষ্মীপুরের চর আলেকজেন্ডার পর্যন্ত যার ৬০ কিলোমিটার পড়েছে চাঁদপুর এলাকায়। আর এ কারণে চাঁদপুর সদর, হাইমচর, মতলব দক্ষিণ ও উত্তর উপজেলার ৪১ হাজার ১শ ৮৯জন জেলে কর্মহীন হয়ে পড়ে। বাধাহীন নদীতে মাছ ধরতে পারবে তাই জেলেদের মনে কর্মদ্দীপনা ফিরে এসেছে। ইতোমধ্যে তারা সকল প্রস্তুতিও সম্পন্ন করেছে
চাঁদপুর সদর উপজেলার হরিনা, বহরিয়া, রক্ষ্মীপুরসহ বেশ কয়েকটি ঘুরে দেখা যায়, জেলেরা জাল ও নৌকা মেরামত করে আজ মধ্য রাত থেকে নদীতে নামার প্রস্তুতি নিচ্ছে।
এ ব্যাপারে আনোয়ার হোসেন, মানির শেখ ও আল-আমিন জানান, এবছর অভিযান সফল অইছে, যার দ্বারা ইলিশের উৎপাদন খুব বাড়বে।
যারা নদীতে নেমেছে তাদের বিরুদ্ধে সোচ্ছার ছিলো প্রশাসন। যদিও আটককৃতদের অধিকাংশই হচ্ছে অন্যান্য জেলার। আগামী বছর ইলিশ উৎপাদনের উপর নির্ভর করবে কর্মসূচির সফলতা। যদিও এ কর্মসূচি সফল করায় ইলিশের উৎপাদন বেড়বে বলে দাবি করেন চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মোঃ সফিকুর রহমান।