প্রতিনিধি
চাঁদপুরে কেন্দ্রীয় যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল ও সাধারণ সম্পাদক সাইফুল আলম নিরব সহ সকল রাজবন্দীর মুক্তি এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে জেলা যুবদল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। গতকাল বিকেল ৪ টায় বিএনপি’র দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। মিছিল শেষে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে জেলা যুবদলের সভাপতি শাহজালাল মিশনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফজাল হোসেনের পরিচালনায় বক্তারা বলেন, অবিলম্বে কেন্দ্রীয় যুবদলের সভাপতি সাধারণ সম্পাদক সহ সকল রাজবন্দীকে মুক্তি না দিলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। মিথ্যা মামলা, গুলি করে মানুষ হত্যা ও জেলে আটক করে কোনো বাকশালী সরকার ক্ষমতায় টিকতে পারে না। এদেশের মানুষের দেয়ালে পিঠ ঠেকে গেছে। এই অবৈধ সরকারকে হটাতে দেশের মানুষ মরিয়া হয়ে উঠেছে। তাই আগামী দিনে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহম্মেদ মানিকের নেতৃত্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে সকল আন্দোলন সংগ্রামে যুবদলকে অতীতের মতো রাজপথে থাকতে হবে। বিক্ষোভ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা যুবদলের সহ-সভাপতি সারোয়ার, কাদির বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন সেলিম, সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন চান্দু, সহ-সাধারণ সম্পাদক দ্বীন মোঃ জিল্লু, মোস্তফা বন্ধুকশী, শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক আসলাম তালুকদার, রাজ্জাক হাওলাদার, হীরণ মাঝি প্রমুখ।
শিরোনাম:
বৃহস্পতিবার , ২০ মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৬ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।