বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তাঁর উত্তরার বাসা থেকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
এদিকে একই সময়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাসকেও তার শাজাহানপুরের বাসা থেকে আটক করেছে গোয়েন্দা পুলিশের একটি দল। রাত পৌনে তিনটার দিকে তার শাহজাহানপুরের বাসায় গোয়েন্দা পুলিশের একটি দলকে পৌঁছাতে দেখা গেছে। রাত প্রায় সোয়া ৩টার দিকে মির্জা আব্বাসকে তাঁর বাসা থেকে আটক করে গোয়েন্দা পুলিশ।
বিএনপির মিডিয়া সেলের সদস্য সায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে ১০ ডিসেম্বর ঢাকার কোথায় গণসমাবেশ করবে বিএনপি তা দলের স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন মির্জা আব্বাস। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দিবাগত রাতে রাজধানীর কমলাপুর স্টেডিয়াম এবং মিরপুর বাঙলা কলেজ মাঠ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। এরপর রাত সাড়ে ১০টার দিকে শাহজাহানপুরে মির্জা আব্বাসের বাসায় বিএনপির এই বৈঠক শুরু হয় বলে জানা গেছে।
বিস্তারিত আসছে…