প্রতিনিধি
চাঁদপুরের সিনিয়র জুডিশিয়্যাল ম্যাজিষ্ট্রেট অসিম কুমারের বিচারিক আদালত এহসানুল হক মিলনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানার আদেশ দিয়েছেন।
চাঁদপুর মডেল থানার জাতীয় সংসদ নির্বাচনী জিআর মামলা-২৪৬/২০০৯ এর চার্জ গঠন করে বৃহস্পতিবার দুপুরে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেছে আদালত।
মিলনের পক্ষে এড.কামরুল ইসলাম, সেলিম আকবর, মাসুদ প্রধানিয়াসহ আইজীবিরা পবিত্র হজ্জ্ব ব্রত পালনে বিদেশে অবস্থান করায় সময় প্রার্থনা করলে আদালত তা নামঞ্জুর করে।
মিলনের আইনজীবী এড. মাইনুল ইসলাম খান. জানান, গত ২০০৯ সালে নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে একটি মামলা করে ছিলেন সাবেক চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা মেজবাউল হক। এ মামলার চার্জ গঠন শেষে মিলনের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অসীম কুমার দে।
উল্লেখ্য,সাবেক প্রতিমন্ত্রীএহসানুল হক মিলন বর্তমানে হজ্জ্ব ব্রত পালনে পবিত্র মদিনায় অবস্থান করছেন।