এসএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডের ফলাফলে অষ্টম স্থান অর্জন করেছে আল-আমিন একাডেমী স্কুল এন্ড কলেজ। এ প্রতিষ্ঠানটি জেলার মধ্যে ফলাফলের দিক দিয়ে এসএসসিতে প্রথম ও জিপিএ-৫ প্রাপ্তিতে সেরা হয়েছে। তাদের জিপিএ সংখ্যা হচ্ছে ২০৮ জন। এ বিদ্যালয় থেকে ৩৮৮ জন পরীক্ষা দিয়েছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২০৮ জন, ‘এ’ ১৬৬, ‘এ মাইনাস’ ১৩, ‘বি’ ১ জনসহ শতভাগ পাস করেছে। সবচে’ বেশি পাস করেছে ব্যবসায় শিক্ষায়। আর সবচে’ বেশি জিপিএ-৫ পেয়েছে বিজ্ঞান বিভাগ থেকে।
ভালো ফলাফল অর্জন করায় একাডেমীর অধ্যক্ষ মুহাম্মদ মাহবুবুর রহমানের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, বিদ্যালয়ের প্রত্যেক শিক্ষকের আন্তরিক প্রচেষ্টা ও নিরলস শিক্ষা দানের কারণেই ছাত্র-ছাত্রীদের এ ভালো ফলাফল অর্জন। প্রত্যেক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা যদি নিয়মিত ক্লাস করে এবং শিক্ষকদের প্রশিক্ষণ নেয় তাহলে আরো ভালো ফলাফল অর্জন করা সম্ভব হবে। কুমিল্লা বোর্ডে বেশ ক’ বছর ধরে সেরা ২০-এর মধ্যে আমাদের অবস্থান রয়েছে। আমাদের বিদ্যালয় থেকে এবার মানবিক বিভাগে ৫০ জন, বিজ্ঞান বিভাগে ১৫৩ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগে ১৮৫ জন পরীক্ষা দিয়েছে এবং সবাই পাস করেছে।