প্রেস বিজ্ঞপ্তি
আমি অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে মুক্তিযুদ্ধের বিজয় মেলা ২০১৪-এর চেয়ারম্যান পদ থেকে ব্যক্তিগত কারণে পদত্যাগ করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। একই সাথে মুক্তিযুদ্ধের বিজয় মেলা অনাগত ভবিষ্যতেও চলমান থাকবে এ আশাবাদ ব্যক্ত করছি ও সর্বাঙ্গীন সফলতা কামনা করছি। মুক্তিযুদ্ধের বিজয় মেলার সংশ্লিষ্ট সকলে ঐকান্তিক সমর্থন করে আমাকে এবার পুনরায় চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন বলে তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা প্রদর্শন করছি। সুদীর্ঘ ২২ বছর যে প্রতিষ্ঠানের সাথে ওতোপ্রোতভাবে জড়িত ছিলাম সেই প্রতিষ্ঠানের পদ থেকে পদত্যাগ বড়ই কষ্টের এবং বেদনাদায়ক। তবে এ কথা নিশ্চিত যে, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মহান স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং মহান মুক্তিযুদ্ধের প্রতি গভীরভাবে শ্রদ্ধাশীল।
অ্যাডঃ এ.কে.এম. সলিম উল্যাহ সেলিম
চেয়ারম্যান
মুক্তিযুদ্ধের বিজয় মেলা ‘১৪, চাঁদপুর।