অভিজিত রায় ॥
চাঁদপুর মুক্তিযুদ্ধের বিজয় মেলা মঞ্চে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রীতি বিতর্ক অনুষ্ঠিত হয়েছে। এ বিতর্কে অংশ নেয় চাঁদপুর মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়।
মুক্তিযুদ্ধ বিষয়ক মুক্তবুদ্ধি চর্চা উপ-পরিষদের আয়োজনে ”জনগনের সচেতনতাই কেবল মহান মুক্তিযুদ্ধের চেতনাকে বাস্তবায়ন করতে পারে’ বিষয়টির পক্ষে বিতর্কে অংশ নেয় চাঁদপুর মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মেহেরীন আহমেদ রোজা (দলপ্রধান), সুমাইয়া রহমান তানহা ও ফাহমিদা আহমেদ হিবা এবং বিষয়ের বিপক্ষে অংশ নেয় হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মো. আজিজুর রহমান (দলপ্রধান), আওযাফ তাজওয়ার ও সাফিন আহমেদ অনন্ত। প্রীতি বিতর্কে প্রত্যেক বক্তা ৪ মিনিট করে এবং দলপ্রধান যুক্তি খন্ডনে অতিরিক্ত ২ মিনিট করে বক্তব্য প্রদান করেন।
মুক্তিযুদ্ধ বিষয়ক মুক্তবুদ্ধি চর্চা উপ-পরিষদের আহ্বায়ক ডা. পিযূষ কান্তি বড়–য়ার সভাপ্রধানে এ প্রীতি বিতর্ক অনুষ্ঠিত হয়। এতে মডারেটরের দায়িত্ব পালন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মুক্তবুদ্ধি চর্চা উপ-পরিষদের সম্বনকারী মো. আরিফ হোসেন।
মুক্তিযুদ্ধ বিষয়ক মুক্তবুদ্ধি চর্চা উপ-পরিষদের প্রীতি বিতর্ক পুরস্কার বিতরণের পূর্বে আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিজয় মেলার মহাসচিব অ্যাড. বদিউজ্জামান কিরণ। এসময় ্উপস্থিত ছিলেন বিজয় মেলার সাবেক চেয়ারম্যান অ্যাড. জহিরুল ইসলাম। পুরস্কার বিতরণের পূর্বে আলোচনা সভা পরিচালনা করেন মুক্তবুদ্ধি চর্চা উপ-পরিষদের সদস্য সচিব রাজন চন্দ্র দে। উল্লে¬খ্য- প্রীতি বিতর্কে শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন বিপক্ষ দলের ২য় বক্তা সাফিন আহমেদ অনন্ত। অতিথিরা বিতার্কিকদের মাঝে পুরুস্কার তুলে দেন।
শিরোনাম:
বুধবার , ৯ জুলাই, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৫ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।