চাঁদপুর মুক্তিযুদ্ধের বিজয় মেলার সাংস্কৃতিক পরিষদের ব্যবস্থাপনায় বিজয় মেলা মঞ্চে জেলা শিশু একাডেমীর পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে। গতকাল বিকেল সাড়ে ৪ টায় এ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা কাউছার আহমেদ ও সহযোগিতায় ছিলেন জেলা শিশু একাডেমীর ডাটা এন্টি অপারেটর গোলাম মোস্তফা।
সংগীত পরিবেশনায় ছিলেন শিশু একাডেমীর সংগীত শিক্ষক মৃনাল সরকার ও নৃত্য পরিচালনায় ছিলেন নৃত্য শিক্ষিকা ফাতেমাতুজ জান্নাত। তবল সংগীতে ছিলেন সৈকত মজুমদার সিজার। সংগীত ও নৃত্য পরিবেশন করেন লাইসা, ইমা, স্বর্নলী, মুন, নাফিসা, বুশরা, মালিহা, মৃথুন, তামান্না, সুমাইয়া, জারিন, লিমা, অর্ক সহ অন্যান্য শিল্পীরা।
রাতে রাখি ও শিপ্রা মজুমদারের পরিচালনায় অগ্নিবীনা সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় আরেকটি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অগ্নিবীনা সাংস্কৃতিক সংগঠনের শুরুতে উদ্বোধনী বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল ইসলাম।
শিরোনাম:
বুধবার , ৯ জুলাই, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৫ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।