মিজান লিটন
আগামী ৩ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে চাঁদপুরের ঐতিহ্যবাহী মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা। আজ ৩১ ডিসেম্বর বিজয় মেলা শেষ হওয়ার কথা থাকলেও মেলার সময়সীমা আরো ৩ দিন বাড়িয়ে তা ৩ জানুয়ারি শেষ হবে বলে জানা গেছে। এ বিষয়ে মেলা কর্তৃপক্ষের সাথে আলাপকালে তারা জানান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটওয়ারীর বিশেষ অনুরোধ এবং যেহেতু ইতিমধ্যে বিভিন্ন বিদ্যালয়ের পরীক্ষা সম্পন্ন হয়েছে ও অভিভাবকদের চাহিদার কথা চিন্তা করেই তারা বিজয় মেলাকে আরো ৩ দিন বাড়ানোর পরিকল্পনা করেন।
এ নিয়ে গত ক� দিনে চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ ইসমাইল হোসেন, পুলিশ সুপার আমির জাফর ও জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার এমএ ওয়াদুদের সাথে মেলা কর্তৃপক্ষ আলোচনা করেন। তাছাড়া গত ২৯ ডিসেম্বর বিজয় মেলার স্মৃতিচারণ অনুষ্ঠানে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডাঃ দীপু মনি এমপি আনুষ্ঠানিকভাবে আগামী ৩ জানুয়ারি পর্যন্ত মেলা বাড়ানোর কথা ঘোষণা করেন। ৩ জানুয়ারি রাত ৮টায় মঞ্চে লাকী কুপনের ড্র-এর ফলাফল ঘোষণার পর চাঁদপুরের গুণী শিল্পীদের অংশগ্রহণে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলার সমাপ্তি ঘটবে।