স্টাফ রিপোর্টার
শাহারাস্তি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার এবং বিশিষ্ট সার ব্যবসায়ী আলহাজ্ব মুজিবুল হক আর বেঁচে নেই (ইন্না…..রাজেউন)। গতকাল মঙ্গলবার সকাল ১০টা ৪০ মিনিটে শহরের ষোলঘর এলাকার পুলিশ সুপারের বাসভবনের সামনে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৯ বছর। তিনি দীর্ঘদিন শহরের ৫নং ঘাটে সার ব্যবসা করেছেন। তার প্রতিষ্ঠান হলো উজ্জ্বল এন্টারপ্রাইজ ও মুজিবুল হক এন্টারপ্রাইজ। মৃত্যুকালে ১ ছেলে উজ্জ্বল হোসাইন ও ১ মেয়ে শিরিন আক্তারসহ নাতি-নাতনি ও আত্মীয় স্বজন এবং বহু শুভাকাঙ্ক্ষী রেখে যান। গতকাল বাদ আছর মরহুমের প্রথম নামাজে জানাজা শহরের পানি উন্নয়ন বোর্ডের সামনে অনুষ্ঠিত হয়। জানাজার পূর্বে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদা দেয়া হয়। জানাজায় অংশ নেন মুক্তিযোদ্ধা, প্রশাসনিক কর্মকর্তা, ব্যবসায়ী, এলাকাবাসীসহ মুসলি্লগণ। রাতে শাহারাস্তির নিজ পৈত্রিক বাড়িতে ২য় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তিনি দীর্ঘদিন ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন।
শিরোনাম:
মঙ্গলবার , ১৬ আগস্ট, ২০২২ খ্রিষ্টাব্দ , ১ ভাদ্র, ১৪২৯ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।