স্টাফ রিপোটার ঃ
মুক্তিযুদ্ব কালীন রনাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা শেখ মো: নূরুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহে—-রাজেউন)। আজ বুধবার সন্ধ্যা ৬টা ১০মিনিটে ঢাকা মীরপুর হৃদরোগ ইনস্টিটিউটে তিনি শেষ নি:শ^াস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল(৬৩) বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যা,১ভাই,৫বোন, বহু আত্বীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তিনি ছিলেন,আলোকিত বাংলাদেশ পত্রিকার চাঁদপুর প্রতিনিধি(সাংবাদিক) মোহাম্মদ শওকতআলীর মেঝো ভগ্নিপতি। আগামীকাল বৃহস্পতিবার বাদজোহর শাহাতলী শেখ বাড়ি মসজিদ প্রাঙ্গনে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তার পিতা-মাতার পাশের্^ দাফন করা হবে। তিনি দীর্ঘ দিন বাডেম জেনারেল হাসপাতাল, ঢাকা কমফোর্ট হাসপাতালে ভর্তি হয়ে কিডনী, লিভার, ডায়াবেটিসসহ বিভিন্ন কঠিন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।
মুক্তিযুদ্বের সনদ থেকে জানা যায়, শেখ মো: নূরুল ইসলাম (৬৩), পিতা মৃতঃ শেখ মো: হাবিবুর রহমান, সাং শাহাতলী, চাঁদপুর সদর, চাঁদপুর। সে ১৯৭১ সালে মুক্তিযুদ্ব চলাকালীন বীর মুক্তিযোদ্ধা মো: হানিফ পাটওয়ারী ও মিজানুর রহমান (রতন) এর নেতৃত্বে ফরিদগঞ্জ উপজেলার চান্দ্রা বাজার এলাকায় যুদ্ধ করেছেন। তার গেজেট নং ৩১০৬, মুক্তি বার্তার-সনদ নং ১৭৪৫২১। মুক্তিযোদ্ধা শেখ মো: নূরুল ইসলাম দীর্ঘ প্রায় দেড় বছর পূর্বে কিডনী, লিভার, ডায়াবেটিসসহ বিভিন্ন কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়েন। চিকিৎসার জন্য তাকে চাঁদপুর, ঢাকা ডায়াবেটিস জেনারেল হাসপাতাল, ঢাকা গ্রীন রোড কমফোর্ট হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করে তার চাকরী জীবনের সঞ্চয় ও চাকরী শেষে সরকারী ভাবে পাওনা লক্ষ-লক্ষ টাকা দীর্ঘ দেড় বছর তার পরিবার ব্যয় করেন। মরহুমের আত্বীয় স্বজন ও সকল ধর্মপ্রান মুসলমান ভাইদেরকে জানাজা নামাজে অংশ গ্রহন করার জন্য অনুরোধ করেছেন তার ভাই (সাংবাদিক) মোহাম্মদ শওকতআলী।
শিরোনাম:
মঙ্গলবার , ১৬ আগস্ট, ২০২২ খ্রিষ্টাব্দ , ১ ভাদ্র, ১৪২৯ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।