স্টাফ রিপোটার ঃ
মুক্তিযুদ্ব কালীন রনাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা শেখ মো: নূরুল ইসলাম অর্থের অভাবে চিকিৎসা করতে না পেরে এখন জীবন মৃত্যু সন্ধিক্ষনে মৃত্যু যন্ত্রনায় হাসপাতালে কাতরাচেছ। তার সঠিক চিকিৎসার জন্য তার পরিবারের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতা ও সাহায্য কামনা করছেন। সে এখন ঢাকা কমফোর্ট হাসপাতালে ভর্তি হয়ে কিডনী, লিভার, ডায়াবেটিসসহ বিভিন্ন কঠিন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা না পেয়ে ভুগছেন।
মুক্তিযুদ্বের সনদ থেকে জানা যায়, শেখ মো: নূরুল ইসলাম (৬৩), পিতা মৃতঃ শেখ মো: হাবিবুর রহমান, সাং শাহাতলী, চাঁদপুর সদর, চাঁদপুর। সে ১৯৭১ সালে মুক্তিযুদ্ব চলাকালীন বীর মুক্তিযোদ্ধা মো: হানিফ পাটওয়ারী ও মিজানুর রহমান (রতন) এর নেতৃত্বে ফরিদগঞ্জ উপজেলার চান্দ্রা বাজার এলাকায় যুদ্ধ করেছেন। তার গেজেট নং ৩১০৬, মুক্তি বার্তার-সনদ নং ১৭৪৫২১। মুক্তিযোদ্ধা শেখ মো: নূরুল ইসলাম দীর্ঘ প্রায় দেড় বছর পূর্বে কিডনী, লিভার, ডায়াবেটিসসহ বিভিন্ন কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়েন। চিকিৎসার জন্য তাকে চাঁদপুর, ঢাকা ডায়াবেটিস জেনারেল হাসপাতাল, ঢাকা গ্রীন রোড কমফোর্ট হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করে তার চাকরী জীবনের সঞ্চয় ও চাকরী শেষে সরকারী ভাবে পাওনা লক্ষ-লক্ষ টাকা ব্যয় করে ফেলেছেন তার পরিবার। দীর্ঘ দেড় বছর চিকিৎসা করে এখন আর চিকিৎসা করানোর কোন অর্থ নেই পরিবারের কাছে। বর্তমানে অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেনা তার পরিবারের লোকজন। সে ঢাকা গ্রীন রোড কমফোট হাসপাতালের ৬তলায় ৬১১ নং রুমে ভর্তি হয়ে চিকিৎসার অভাবে জীবন মৃত্যু সন্ধিক্ষনে মৃত্যু যন্ত্রনায় কাতরাচেছ। বীর মুক্তিযোদ্ধা শেখ নূরুল ইসলামের চিকিৎসার জন্য তার পরিবার মুক্তিযুদ্ধের স্বপক্ষের সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট সাহায্য ও সহযোগতিা কামনা করছেন।
শিরোনাম:
শনিবার , ২৮ জানুয়ারি, ২০২৩ খ্রিষ্টাব্দ , ১৫ মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।