প্রতিনিধি : চাঁদপুরে মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনের উপর স্থগিতাদেশ বহাল রেখেছেন জেলা জজ আদালত। ফলে ৪ জুন চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আর কোনও সম্ভাবনা নেই।
চাঁদপুর সিনিয়র সহকারী জজ মো. ইব্রাহিম মিয়া বুধবার দুপুরে এ আদেশ দেন।
এর আগে, মঙ্গলবার সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালত নির্বাচন কমিশনের আপিলের পরিপ্রেক্ষিতে নির্বাচন করার পক্ষে রায় দেওয়া হয়।
প্রসঙ্গত, মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ভোটার তালিকায় ত্রুটির কারণে চাঁদপুর জেলা রিটার্নিং অফিসার ঘোষিত তফসিল চ্যালেঞ্জ করে নির্বাচনের উপর স্থগিতাদেশ চেয়ে অভিযোগ দায়ের করেন। ২১ মে এ ব্যাপারে তিনি চাঁদপুর সিনিয়র সহকারী জজ আদালতে একটি মামলা দায়ের করেন (দেওয়ানি মোকদ্দমা নং-৭১/২০১৪ ইং)।
ওই আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত কেন নির্বাচন স্থগিত করা হবে না, এ মর্মে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে জবাব চান। কিন্তু জবাব সন্তোষজনক না হওয়ায় ২২ মে আদালত ভোটার তালিকা সংশোধন করে হালনাগাদ ভোটার তালিকা করে নির্বাচনের পুনঃতফসিল ঘোষণার আদেশ দেন।
৪ জুন চাঁদপুর জেলা সদরসহ ৮ উপজেলায় মুক্তিযোদ্ধা সংসদ ইউনিটের নির্বাচন হওয়ার কথা ছিল।
শিরোনাম:
শুক্রবার , ৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৫ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।