স্টাফ রিপোর্টার ॥ – সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপি’র কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আ ন ম এহসানুল হক মিলন জামিন লাভ করেছেন। সোমবার বিকেলে তিনি চাঁদপুর জেলা কারাগার থেকে মুক্তি লাভ করেন। এর আগে ওয়ারেন্ট তামিল হওয়া ১৮ টি মামলায় মিলন হাইকোর্ট থেকে জামিন লাভ করেন। সে আদেশ চাঁদপুর আসার পর বিকেলে তিনি কারাগার থেকে বেরিয়ে নীরবে ঢাকায় চলে যান। এসময় তার স্ত্রী, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নাজমুন নাহার বেবী তার সাথে ছিলেন।
দীর্ঘ দিন বিদেশে অবস্থানের পর মিলন এ বছরের নভেম্বরের প্রথম দিকে দেশে ফিরে আসার পর গত ২৩ নভেম্বর পুলিশ তাকে চট্রগ্রামের একটি বাসা থেকে গ্রেফতার করে। তিনি জেলে থেকেই প্রথমে চাঁদপুর-১ আসন তথা কচুয়া থেকে বিএনপির মনোনয়ন লাভ করলেও পরবর্তীতে তার মনোনয়ন বাতিল করে অন্য আরেকজনকে ওই আসন থেকে বিএনপি’র মনোনয়ন দেয়া হয়। মিলনের বিরুদ্ধে বর্তমান আ’লীগ সরকারের আমলে মোট ২৬ টি মামলা দায়ের করা হয়। প্রায় দেড় বছর জেল খাটার পর এসব মামলায় জামিন নিয়ে তিনি বিদেশ চলে যান। সেখানে যেয়ে মালয়েশিয়ার একটি বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। তিন বছর বিদেশ থাকাকালীন তার বিরুদ্ধে ১৮ টি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।