ডা. এস.জামান পলাশ:
মুখের দুর্গন্ধ বিরক্তিকর একটি সমস্যা। কারো মুখে দুর্গন্ধ হলে রোগীর চেয়ে তার পরিবার এবং বন্ধুমহল সেটা আগে অনুভব করেন। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় দুর্গন্ধ বদ অভ্যাসের কারণে হয়ে থাকে। যেমন ধূমপানের কারণে কারো মুখে দুর্গন্ধ হতে পারে। আবার মুখের কোন সংক্রমণের কারণেও দুর্গন্ধ হতে পারে। সমাধানযোগ্য দুর্গন্ধের অন্যতম কারণ হলো পেরিওডন্টাল রোগ। এ রোগে অসংখ্য অ্যানোরবিক ব্যাকটেরিয়া দুর্গন্ধের সৃষ্টি করে থাকে।
বিপাকক্রিয়ার পদার্থ যেমন সালফাইডসও মুখে দুর্গন্ধ সৃষ্টি করতে পারে। টনসিলার গ্ল্যান্ডে, নাকে, ম্যাঙ্লিারি সাইনাস এবং শ্বাসনালীতে, সংক্রমণও মুখে দুর্গন্ধ সৃষ্টি করতে পারে। এ রকম বেশিরভাগ পরিস্থিতিতেও অনেক সময় রোগী বুঝতে পারে না সে অন্যের জন্য বিড়ম্বনার সৃষ্টি করছে; যখন রোগী বুঝতে পারে তার মুখে দুর্গন্ধ, তখনও এ ধরনের বেশিরভাগ রোগী নানা সমস্যায় ভুগে থাকেন। বিশেষ করে বিষন্নতায় ভোগাটা সবচেয়ে স্বাভাবিক।
মুখে দুর্গন্ধের কারণ: মুখের সংক্রমণ- বিশেষ করে পেরিওডল্টাল সংক্রমণ। ২) শুষ্ক মুখ। (৩) ধূমপান এবং কিছু খাদ্যদ্রব্য যেমন পেঁয়াজ, রসুন কাঁচা খেলে। ৪) ওষুধ এ্যালকোহল, ক্লোরাল হাইড্রেট এবং ডাইমিথাইল সালফঙ্াইড। ৫। সিস্টেমিক রোগ শ্বাসনালীতে টিউমার এবং সংক্রমণ, রেনাল ফেইলিউর বা কিডনি বিকল হয়ে গেলে, অন্ত্রনালীর কিছু রোগ এবং কিছু মানসিক রোগের পাশ্বপ্রতিক্রিয়া। ৬) লিভারের কিছু রোগ।
চিকিৎসা: পেরিওডন্টাল সংক্রমণের ক্ষেত্রে দ্রুত আপনার দাঁতের চিকিৎসা করতে হবে। লালার প্রবাহ কমে গেলে বা মিউকাস লালা বেশি নিঃসরণ হলে এবং কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় শুষ্ক মুখের সৃষ্টি হতে পারে। এক্ষেত্রে যে কারণে শুষ্ক মুখের সৃষ্টি হয় তার চিকিৎসা করতে হবে। ধূমপান এবং এ্যালকোহল সেবন বর্জন করতে হবে। কোষ্ঠকাঠিন্য বা অন্ত্রের কোন রোগ থাকলে তার চিকিৎসা করতে হবে। লিভারে কোন গোলযোগ দেখা দিলে সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাছাড়া বিশেষ ধরনের মাউথ ওয়াশ এক্ষেত্রে কার্যকর ভূমিকা রেখে থাকে।
হোমিও চিকিৎসাঃ- অনেক সময় এ্যালোপ্যাতি চিকিৎসা করেও মুখের দুর্গন্ধ দুর হয় না।কিন্তু হোমিওপ্যাথিতে মুখের দুর্গন্ধ দুর করা সম্ভব হবে।যৌবনকালে কিছু মহিলার মুখে খুব দুর্গন্ধ হয়,এ সমস্যার এ্যালোপ্যাথিতে সুনির্দৃষ্ট কারন পাওয়া যায় না কিন্তু হোমিও চিকিৎসায় এ সমস্যার সমাধান করা সম্ভব।
লেখক পরিচিতিঃ- ডাঃ এস.জামান পলাশ
জামান হোমিও হল
মুক্তিযোদ্ধা মার্কেট,চাঁদপুর
০১৭১১-৯৪৩৪৩৫