শাহানা সিরাজী
( সেহলি পারভিন তোমাকে )
কতদিন পর আবার মুখোমুখি বলতে পারো?
সেদিন যখন অলখে দেখালাম যুবতী সময়য়ের দস্যিপনা
হিংসে হচ্ছিল খুব ;প্রলুব্ধক রাত বলে চুপ একেবারেই চুপ
একদিন ফিরবে তুমি দেখো
তারপর কত সময় গত হল কে এল কে গেল কে রাখে তারে মনে
আমি এখানে আগের মতই একেবারেই নিজের কাছে
কবিতার সাথে সহবাস
শব্দে বর্ণে রাগ অনুরাগ
একদিন কবিতার দেহ ফুঁড়ে উদয় হলে তোমাকে চাই
তোমাকে চাই
তোমাকে আমিও চাই
ভালবাসা জোয়ার জলে দুকূল ছাপিয়ে অরণ্যের গভীরতা মাপে
নিষিক্ত হতে হতে ভ্রূণ তারপর শিশু
আমি শিশু হতে চাই
যে হাতে মানবতার ফুল ফোটাও
যে হাতে অন্যের অশ্রু মোছাও
সে হাতে আবার কোন অপচয় রোধ করবে বন্ধু
সব অশ্রু মোছা যায় না খতের দাগও যায় না
কেবল ভুলে থাকা
কেবল চেপে যাওয়া
একে কি বেঁচে থাকা বলে?
বন্ধু সাগর শুকালেও সাগর যেমন তুমি
যত দুরেই থাকি
যেখানেই থাকি
যে ভাবেই থাকি
আমার তুমি …
শিরোনাম:
বুধবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৭ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।