চাঁদপুর: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষনা অসহায় পরিবারকে বাসস্থান দেওয়া। এই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর অনুপ্রেরণায় পরিকল্পনা কমিশনের সিনিয়র সচিব ও ডেল্টা গর্ভন্যান্স কাউন্সিলের সদস্য সচিব ড. শামছুল আলম দুইটি অসহায় পরিবারকে ঘর উপহার দিয়েছেন।
ঘরের কাজ শেষ হওয়ার পর শুক্রবার (৫ মার্চ) সকালে তার নিজ এলাকা চাঁদপুরের মতলব উত্তর উপজেলার পশ্চিম ইসলামাবাদ গ্রামে ওই দুই পরিবারকে ঘরগুলো বুঝিয়ে দেন তিনি। মৃত অহিদ উল্লাহ ভুইয়ার স্ত্রী শরিফতের নেছা ও বিল্লাল সরকারের স্ত্রী কামরুন্নাহার বিগত দিন যাবৎ বাসস্থানের শূণ্যতায় খুবই কষ্টে দিনাতিপাত করছিলেন। সেমিপাকা ঘর পেয়ে তারা খুবই আনন্দিত হয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন, একান্ত সচিব সাখাওয়াত হোসেন, অতিরিক্ত সচিব মো. মফিজুল ইসলাম, যুগ্ম-সচিব মো. নজরুল ইসলাম, মো. এনামুল হক, সিনিয়র সচিব মির্জা মো. মহিউদ্দিন, সহকারি সচিব রেজোয়ানুল কবির, মো. তৌহিদুজ্জামান, প্রজেক্ট কনসালটেন্ট মো. গিয়াস উদ্দিন, মতলব উত্তর উপজেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কবির হোসেন মাস্টার, উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সরকার মুকুল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য সচিব অ্যাড. আক্তারুজ্জামান, স্থানীয় ইউপি সদস্য মনির হোসেন, যুবলীগ নেতা রিপন সরকার’সহ নেতৃবৃন্দ। ঘর নির্মাণে সার্বিক তদারকি করেন সাখাওয়াত হোসেন সরকার মুকুল।
মতলব উত্তর উপজেলার পশ্চিম ইসলামাবাদ গ্রামে দুইটি অসহায় পরিবারকে ঘর উপহার দেন পরিকল্পনা কমিশনের সিনিয়র সচিব ড. শামছুল আলম।
সংবাদদাতা/চাঁদপুরনিউজ/এমএমএ/