চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের মৈশাদী গ্রামের প্রতিবন্ধী জসিম গাজী মুজিব শতবর্ষে পাকাঘর উপহার পেয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে এলজিইডি চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইউনুছ হোসেন বিশ^াসের ব্যক্তিগত অর্থায়নে নির্মিত পাকাঘরের চাবি ও প্রত্যয়নপত্র প্রতিবন্ধী জসিম গাজীর হাতে হস্তান্তর করা হয়েছে।
সম্প্রতি সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের ১নং ওয়ার্ডের মৈশাদী গ্রামের প্রতিবন্ধী অসহায় জসিম গাজীর হাতে নতুন পাকাঘরের চাবি তুলে দেন জেলা আওয়ামী লীগের সদস্য ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী এবং এলজিইডি চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী ইউনুছ বিশ^াস। এর পাশাপাশি শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির পক্ষ থেকে ঈদুল ফিতরের উপহার খাদ্য সামগ্রীও তাকে প্রদান করা হয়।
নতুন পাকা ঘর পেয়ে প্রতিবন্ধী জসিম গাজীর মুখে খুশির হাসি দেখে উপস্থিত সকলের মুখেও হাসি ফুটে উঠে। জসিম গাজী দু হাত তুলে দোয়া করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।
চাবি ও প্রত্যয়নপত্র হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি এএইচএম আহসান উল্লাহ, মৈশাদী ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মানিক, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ লিটন সরকার, সাধারণ সম্পাদক শাহআলম মিয়া, সহ-সভাপতি সাইফুল ইসলাম সুমন, মৈশাদী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মোঃ আজাদ, ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন প্রমুখ।
সংবাদদাতা/চাঁদপুরনিউজ/