প্রতিনিধি
গতকাল বৃহস্পতিবার মুন্সিগঞ্জের গজারিয়ায় মিরাজ-৪ নামে লঞ্চ ডুবির ঘটনায় আঃ কাদের শিকদার (৫০) নামে হাইমচরের একজন মারা গেছেন। তার পিতার নাম মৃত আঃ লতিফ শিকদার, গ্রামের বাড়ি হাইমচরের পূর্ব চরকৃষ্ণপুর (উপজেলা পরিষদ সংলগ্ন)। তিনি ঢাকায় একটি কোম্পানিতে চাকুরি করতেন। গতকাল তিনি ঐ লঞ্চে করে চাঁদপুর আসতেছিলেন। লঞ্চ ডুবিতে তার সলিল সমাধি হয়। তার স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে রয়েছে।
এদিকে আঃ কাদের শিকদারের মৃত্যু নিশ্চিত জেনে তার পরিবারে শোকের মাতম বয়ে যায়। আত্মীয় স্বজনরা লাশের খোঁজে ঘটনাস্থলে ছুটে যায়। রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত তার লাশের সন্ধান পাওয়া যায় নি।