পৌষের আগমনের সাথে দেশের কয়েকটি অঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বইছে শুরু করেছে। দেশের উত্তর পশ্চিমাঞ্চলে শীত ইতোমধ্যে জেকে বসেছে। এসব এলাকায় তাপমাত্রা কমতে শুরু করেছে। আর মৃদু শৈত্য প্রবাহের কারনে রাজধানী ঢাকাতেও শীত নামতে শুরু করেছে।
আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত পূর্বাভাসে বলা হয়, দিনাজপুর, পাবনা, যশোর, কুষ্টিয়া ও শ্রীমঙ্গলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এ সময় রাজশাহী, রংপুর, ঢাকা ও সিলেট বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।
দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় শ্রীমঙ্গলে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া যশোর, চূয়াডাঙ্গা, সৈয়দপুর ও ঢাকাসহ অন্তত ২০টি এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, এ মাসে রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমবে। সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, ডিসেম্বর মাসের দীর্ঘমেয়াদি এ মাসের শেষার্ধে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে এক থেকে দুটি মৃদু অথবা মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। জানুয়ারির মাঝামাঝি সময়ে সারাদেশে শীতের তীব্রতা বাড়বে।
পূর্বাভাসে বলা হয়, ডিসেম্বরে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল, মধ্যাঞ্চল ও নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যান্য স্থানে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
আবহাওয়াবিদরা জানান, শীতের শুরুতে দেশে এ ধরনের আবহাওয়া থাকাটা স্বাভাবিক। তবে পৌষের মাঝামাঝি মৃদু শৈত্যপ্রবাহ কেটে যাওয়ার সম্ভাবনা থাকলেও ঘন কুয়াশায় দিনে-রাতে তাপমাত্রার পার্থক্য কমতে থাকলে শীত বেশি অনুভূত হবে।
শিরোনাম:
মঙ্গলবার , ১৭ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।