প্রতিনিধি
মেঘনার উত্তাল ঢেউ ডিঙ্গিয়ে পত্রিকাটি সহসাই তার গন্তব্যে পাড়ি জমাবে। সূচনালগ্ন হতে যে চড়াই উৎরাই পেরিয়ে আজকের এ পর্যায় পর্যন্ত উঠে এসেছে এতেই প্রমাণিত হয় এর সাথে সংশ্লিষ্টরা তাদের সবটুকু শ্রম দিয়েছে। এ জেলা থেকে বেশ ক’টি পত্রিকা প্রকাশিত হয়। মেঘনাবার্তা অন্য সকল পত্রিকা থেকে পাঠকদের নিকট অনেক বেশি সমাদৃত হয়েছে। আমরা মনে করি প্রতিটি পত্রিকা এক একটি ফুল। সেই ফুলের মতো পত্রিকাটি সবার কাছে তার সুভাষ ছড়াবে এটাই আমাদের প্রত্যাশা। তাছাড়া মেঘনাবার্তা ৩য় বর্ষে পদার্পণ উপলক্ষে গুণি সাংবাদিকদের সম্মাননা প্রদান করে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। আগামীতে জেলার প্রতিটি পত্রিকা তাদের দেখে উৎসাহিত হবে এবং গুণি ব্যক্তিদের সম্মান করতে উদ্যোগ গ্রহণ করবে। নতুন নতুন যে সকল পদক্ষেপ গ্রহণ করে পত্রিকাটি সকলের হৃদয় স্পর্শ করেছে আশা করবো এমনি ভাবে সমাজের মানুষের জন্য তাদের লেখনির মাধ্যমে সমাজকে নতুন করে সাজাতে সহযোগিতা করবে। গতকাল বুধবার বিকেলে মেঘনা অববাহিকার ৮ জেলার ৪ কোটি মানুষের মুখপত্র দৈনিক মেঘনাবার্তা’র আনুষ্ঠানিক পথচলার ৩ বছর উপলক্ষে নিজস্ব কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোঃ আমির জাফর উপরোক্ত কথাগুলো বলেন।
মেঘনাবার্তা’র প্রকাশক ও সম্পাদক আবদুল আঊয়াল রুবেলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) সৈকত শাহিন, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি গোলাম কিবরিয়া জীবন, চাঁদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ প্রফেসর মিহির লাল সাহা, চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর সাদেকুর রহমান, কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এম মাহফুজুল ইসলাম (এক্স) বিএন, চাঁদপুর চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আখন্দ সেলিম, বিএম চাঁদপুর জেলার সভাপতি ডাঃ হারুন অর রশিদ সাগর, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরাম চৌধুরী।
সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব সাইফুল ইসলাম তালুকদার ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম প্রধান।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, চাঁদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ দেলওয়ার হোসেন, জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি অ্যাড. জহিরুল ইসলাম, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বিল্লাল, মেঘনাবার্তা’র সাভার-আশুলিয়া ব্যুরো ইনচার্জ মোঃ মিজানুর রহমান লিটন, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মিলন, চাঁদপুর জেলা তথ্য কর্মকর্তা আরিফুর ইসলাম, পাসপোর্ট অধিদপ্তরের সহকারী পরিচালক জাহিদ হোসেন, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ হোসেন খান, রোটাঃ প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেন, রোটাঃ জামাল হোসেন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বিএম হান্নান, ইকবাল হোসেন পাটওয়ারী, শরীফ চৌধুরী, সহ-সভাপতি শহীদ পাটওয়ারী, অ্যাড. শাহজাহান মিয়া, যুগ্ম সম্পাদক রহিম বাদশা, সোহেল রুশদী, কোষাধ্যক্ষ অধ্যাপক মোশারফ হোসেন লিটন, চাঁদপুর প্রতিদিনের প্রধান সম্পাদক জিএম শাহিন, সময় টিভি’র জেলা প্রতিনিধি ফারুক আহমেদ, সাপ্তাহিক লাল সবুজের মেলা’র ভারপ্রাপ্ত সম্পাদক আবদুল গণি, আমাদের কুমিল্লার স্টাফ রিপোর্টার কে এম মাসুদ।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো আবদুল কাইয়ুম, চাঁদপুর প্রেসক্লাব সাবেক সভাপতি শাহ মোহাম্মদ মাকসুদুল আলম, চাঁদপুর পুরাণ বাজার ডিগ্রী কলেজের অধ্যক্ষ দেলোয়ার আহমেদ, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডঃ মজিবুর রহমান ভূঁইয়া, এনটিভি’র জেলা প্রতিনিধি হাবিবুর রহমান খান, দৈনিক দিগন্তের নির্বাহী সম্পাদক মোঃ ইব্রাহীম খলিল, চাঁদপুর প্রতিদিনের বার্তা সম্পাদক মোঃ ইব্রাহীম, দৈনিক চাঁদপুর সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক রফিকুল ইসলাম মিয়াজী, চাঁদপুর বার্তা চীফ রিপোর্টার ফাহিম শাহরিন কৌশিক, আলোকিত চাঁদপুরের রফিকুল ইসলাম বাবু সহ বিভিন্ন পত্রিকার প্রতিনিধি, সুধীবৃন্দ ও মেঘনাবার্তা’র সকল উপজেলা প্রতিনিধি।
শিরোনাম:
শনিবার , ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৩ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।