প্রতিনিধি
মতলব উত্তরের ষাটনল থেকে লক্ষ্মীপুরের চরআলেকজান্ডার পর্যন্ত মেঘনা ও পদ্মা নদীর একশ’ কিলোমিটার এলাকায় গতকাল ১ মার্চ থেকে ৩০ এপ্রিল ২০১৪ পর্যন্ত এ দু’ মাস সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ। এই দু’ মাস নদীর এ সীমানায় মাছের অভয়াশ্রম। কিন্তু মেঘনা নদীর চাঁদপুর অঞ্চলে জাটকা ও মাছ ধরার মধ্য দিয়েই যেনো অভয়াশ্রম কর্মসূচির প্রথম দিন গতকাল ১ মার্চ শনিবার অতিবাহিত হয়েছে।
সরজমিনে গিয়ে দেখা যায়, মতলব উত্তর উপজেলার মোহনপুর এলাকা থেকে ৫০ থেকে ৬০টি দ্রুতগতির জাটকা নৌকা গতকাল শনিবার বিকেল ৩টা থেকে কারেন্ট জাল নিয়ে চাঁদপুর সদর উপজেলার নদী এলাকায় অবস্থান নেয়। পাশাপাশি বড় স্টেশন মাদ্রাসা ঘাট, আনন্দ বাজার, রাজরাজেশ্বর চর, পুরাণবাজার রনাগোয়াল, পুরাতন ফায়ার সার্ভিস, জাফরাবাদের বাবুর্চি ঘাট, ইব্রাহিমপুর ইউনিয়নের দোকানঘর, গুচ্ছগ্রাম, সাখুয়া গ্রাম, চরমুকুন্দি, বহরিয়া, হরিণা, আখনের হাটসহ নদী তীরবর্তী মৎস্য আড়ৎগুলোর আশপাশে কয়েকশ’ জাটকা নৌকা বাঁধা রয়েছে। এসব নৌকা প্রশাসনের অভিযানের গতি লক্ষ্য করে সুযোগ বুঝে জাটকা ও অন্যান্য মাছ ধরার জন্য রাতের বেলায় নেমে পড়ছে।
এ ব্যাপারে চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মোঃ সফিকুর রহমানকে অবহিত করা হলে তিনি জানান, সমন্বিতভাবে জেলা টাস্কফোর্সের মাধ্যমে জাটকা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আজ রোববার জেলা প্রশাসন থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ অন্যরা তৎপর থাকবেন। গতকাল শনিবার জেলা মৎস্য বিভাগ থেকে একটি টিম নদীতে নামে। ওই মৎস্য কর্মকর্তা আরো জানান, হাইমচর ডিগ্রি কলেজ ও চাঁদপুর কোস্টগার্ড স্টেশনে দু�টি অস্থায়ী ক্যাম্প থাকবে জাটকা নিধন রোধে। তিনি আরো জানান, ২ মাস মাছ ধরা বন্ধ থাকার সময়ে জেলেদের বিকল্প কর্মসংস্থানের জন্য একটি প্রকল্প প্রস্তাবনা মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে।
এদিকে ২৭ হাজার ৮শ’ ৫৬জন তালিকাভুক্ত জাটকা জেলের জন্য জনপ্রতি ৫০ কেজি করে চাল প্রদান করার জন্য ত্রাণ মন্ত্রণালয়ে প্রস্তাবনা দাখিল করা হয়েছে। জেলেরা চার মাস জাটকা রক্ষা কর্মসূচির খাদ্য সহায়তা পাবে। এছাড়া আনুষ্ঠানিকভাবে ১৮-২৪ মার্চ পর্যন্ত জাটকা রক্ষা সপ্তাহ কর্মসূচি উদযাপনব হবে। এখানে উল্লেখ্য, দেশের ইলিশ সম্পদ রক্ষায় জাটকা নিধন প্রতিরোধ কর্মসূচির আওতায় ২০০৬ সাল থেকে চাঁদপুরের মেঘনাসহ দেশের ৪টি অঞ্চলে মার্চ-এপ্রিল দু’ মাস ইলিশের অভয়াশ্রম ঘোষণা করা হয়। সে আলোকে অন্যান্য বছরের ন্যায় এবারো এ সময়ে ওই এলাকায় সব ধরনের মাছ ধরা বন্ধ থাকবে। এ সময়ের মধ্যে কেউ অভয়াশ্রম অঞ্চলে জাল ফেললে প্রথমবার অপরাধের শাস্তি কমপক্ষে ১ মাস হতে সর্বোচ্চ ৬ মাসের সশ্রম কারাদণ্ড এবং তৎসহ সর্বোচ্চ ১ হাজার টাকা জরিমানা এবং পরবর্তী প্রতিবার আইন ভঙ্গের জন্য কমপক্ষে ২ মাস হতে ১ বছরের সশ্রম কারাদণ্ড এবং তৎসহ সর্বোচ্চ ২ হাজার টাকা জরিমানা করা হবে। মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার নীলকমল পর্যন্ত ৬০ কিলোমিটার মেঘনা নদী চাঁদপুর জেলার অভয়াশ্রমের অন্তর্ভুক্ত। চাঁদপুরের মেঘনায় অভয়াশ্রম কর্মসূচি বাস্তবায়নে জেলা ও উপজেলা টাস্কফোর্স অভিযান চালাবে। জাটকা নিধনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, জনসাধারণ ও সচেতন মহল এগিয়ে আসলে অভয়াশ্রম কার্যক্রম ফলপ্রসূ হবে।
কোস্টগার্ড চাঁদপুর স্টেশন সূত্রে জানা যায়, দেশের ইলিশ সম্পদ রক্ষায় জাটকা নিধন, ক্রয়-বিক্রয় ও পরিবহন রোধে কোস্টগার্ড সারা বছর অভিযান পরিচালনা করে আসছে। জাটকা নিধন প্রতিরোধ কর্মসূচির আওতায় চলমান নিয়মিত অভিযানের পাশাপাশি মেঘনার অভয়াশ্রম কার্যক্রম বাস্তবায়নে আরো জোরদার অভিযান চালানো হবে এবং তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে। জেলা মৎস্য কর্মকর্তা জানিয়েছেন, জাটকা রক্ষা কর্মসূচি সফল করার জন্য ১৩ জানুয়ারি জেলা টাস্কফোর্সের সভা করা হয়েছে। ওই সভায় বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া ১৯ জানুয়ারি জনপ্রতিনিধিদের নিয়ে সভা করা হয়।