মেঘনার অভয়াশ্রম অঞ্চলে মাছ ধরার সময় জেলা টাস্কফোর্স ৪৬ জেলে ও শিশুকে আটক করেছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩৩ জেলেকে ২ মাসের কারাদণ্ড দিয়ে জেল হাজতে পাঠায়। জেলেদের সাথে থাকা শিশু সন্তানদের মাছ না ধরার মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হয়। গত ৩মার্চ রাতে জাটকা রক্ষা জেলা টাস্কফোর্স মেঘনা নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এসময় ১৫টি নৌকাসহ ৪৬জন আটক করে। এদের মধ্যে ১৩ জন শিশু রয়েছে। বাকি ৩৩জন জেলেকে ভ্রাম্যমান আদালত বসিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিবুল ইসলাম খান ২মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে। এরা হল মতলবের জহিরাবাদের সেকান্তর, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ ফেরদৌস, লগ্নিমারার নবীর হোসেন, বালারহাটের মোঃ বিল্লাল, মোঃ ইয়াছিন, মোঃ করিম মাঝি, সাংকিভাঙ্গার রাজন প্রধান, জাহাজ মারার মুনির হোসেন, কয়লাঘাটের মাইনুদ্দিন, টিলাবাড়ীর ফারুক, এখলাসপুরের জাকির হোসেন, মাদ্রাসা রোডের রতন, রাজরাজেশ্বরের সুলতান, মোঃ আলীম, খাজা আহম্মেদ, মোঃ ইমান, নরদদীর মোঃ ইমান আলী, মোঃ জমদ্দার নয়ন, মোঃ কলমতর মিয়া, মোঃ ইব্্রাহিম, পশ্চিম জাফরাবাদের মোঃ শরীফ, সাখুয়ার আমির দিদার, পশ্চিম শ্রীরামদির রহিম হাওলাদার, মনির গাজী, মাসুদ দিদার, আব্দুল হাই, ইমরান, পশ্চিম শ্রীরামদির মোঃ শাহজাহান, সাখুয়ার আমির দিদার, নরসিংহপুরের মনির হোসেন, বালারহাটের আয়ুব আলী। এদেরকে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ২ মাসের সাজা দিয়ে জেলহাজতে পাঠিয়েছে। অপর ১৩ কিশোরকে তাদের পরিবারের সদস্যদের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে। আটক জেলেরা জানায় ইলিশের ২মাসের অভয়াশ্রম চলার কারনে জেলেদের যে তালিকা প্রনয়ন করা হয়েছে তাতে অনেক প্রকৃত জেলের নাম বাদ পড়েছে। ঐ তালিকাতে জেলে বিহীন অসংখ্য মানুষের নাম রয়েছে। যার ফলে আমরা যারা তালিকা থেকে বঞ্চিত হয়েছি পরিবার পরিজনের মুখে দু মুঠো আহার তুলে দিতে আইনকে অমান্য করে নদীতে জাল ফেলে মাছ শিকারে নেমেছি। আমাদেরকে জেলে দিলে পরিবার পরিজন এ দু’মাস অনাহারে থাকতে হবে।
উল্লেখ্য, নিষিদ্ধ কারেন্ট জালের সহজে বহন ও ব্যবহারের কারণে অনেক জেলে নিজের শিশু সন্তানকে নিয়ে মাছ ধরতে নদীতে যায়। জেলা টাস্কফোর্স, কোস্টগার্ড ও পুলিশের অভিযানে শিশু সন্তানসহ অনেক জেলে আটক হয়। কোনো কোনো ক্ষেত্রে অভিযানের সময় ভয়ে পানিতে ঝাঁপিয়ে পড়ে শিশু জেলেদের মৃত্যুও ঘটে। দিন দিন নিষিদ্ধ কারেন্ট জালের প্রসার ঘটছে এবং বাড়ছে শিশু জেলের সংখ্যা।
শিরোনাম:
সোমবার , ৪ নভেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২০ কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।